করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী মোদী বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, দ্বিতীয় দফার বর্ষপূর্তিতে প্রশংসা মুখ্যমন্ত্রী বিপ্লবের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ করোনা মোকাবিলায় বিশ্ব দরবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন৷ এছাড়া, দ্বিতীয় দফার মেয়াদে তিনি একাধিক সাহসী এবং ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন৷ আজ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় মেয়াদের বর্ষপূর্তিতে এভাবেই প্রশংসা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দ্বিতীয়বার কেন্দ্রীয় সরকার দেশ থেকে ৩৭০ এবং ৩৫ (এ) ধারা শান্তিপূর্ণভাবে বিলোপ করেছে৷ মুসলমান মহিলাদের সুরক্ষার জন্য তিন তালাক প্রথা বাতিল করা হয়েছে৷ শুধু তা-ই নয়, মহিলাদের ওপর অত্যাচার ও নির্যাতন রোধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ সাথে বিপ্লব দেব যোগ করেন, কিষাণ সম্মাননিধি যোজনা, আয়ুষ্মান ভারত ইত্যাদি বিভিন্ন ঐতিহাসিক যোজনা দেশের প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন৷ তিনি প্রশংসা করে বলেন, করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় তিনি বিশ্ব দরবারে এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন৷


আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন৷ বৃক্ষ রোপণ অনুষ্ঠানে সাংসদ প্রতিমা ভৌমিকও ছিলেন৷ অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী দেব বলেন, প্রকৃতির সঙ্গে সম্পর্ক রেখে হাসপাতালের সৌন্দর্যায়ন এবং সবুজায়নের উদ্দেশ্যেই এই বৃক্ষ রোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ পরিষ্কার পরিচ্ছন্ন হাসপাতাল এবং প্রকৃতির মনোরম দৃশ্য রোগী এবং তাঁর সঙ্গে আসা পরিবারের সদস্যদের সুস্থ মানসিকতার বিকাশেও সহায়ক ভূমিকা নেবে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন৷

তিনি বলেন, আগামীদিনে জিবি হাসপাতালের বিশিষ্ট প্রাক্তন চিকিৎসকদের স্মৃতিচারণে তাঁদের নাম অনুসারে বৃক্ষ রোপণ করার উদ্যোগ নেওয়া হবে৷ এর ফলে রাজ্যের বাইরে থেকে আগতদের মনেও এই গাছগুলিকে দেখে এক সুন্দর আদর্শের সঞ্চার ঘটবে৷


এদিন মুখ্যমন্ত্রী করোনা সংক্রমণ বিষয়ে আলোকপাত করতে গিয়ে রাজ্যে এই ব্যাধি মোকাবিলায় স্বাস্থ্য দফতর সহ সংশ্লিষ্ট অন্যান্য দফতর এবং সাংবাদিকদের পাশাপাশি রাজ্যের জনগণকে বিশেষ ভূমিকা নেওয়ার জন্য ধন্যবাদ জানান৷ তিনি বলেন, গ্রাম পর্যায়েও করোনা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা রয়েছে৷ গ্রামস্তরের কমিটিগুলি গ্রামে দক্ষভাবে প্রাতিষ্ঠানিক একান্তবাস তৈরি করেছে৷ পাশাপাশি ১৪ দিনের বাড়িতে একান্তবাসের নির্দেশিকাও যথাযথভাবে পালন করা হচ্ছে৷

তাঁর কথায়, ভিন রাজ্য থেকে আগত অধিকাংশ নাগরিকের নমুনা সংগ্রহের উপর রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে৷ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে জিবি হাসপাতালে কর্মরত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মীরা দক্ষতার সাথে তাদের কাজ করছেন৷ পাশাপাশি পুলিশ প্রশাসন, সাংবাদিক এবং প্রশাসনিক কর্মকর্তা সহ সকলে মিলেমিশে কাজ করছেন বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন৷ করোনা আক্রান্তদের সুস্থ হওয়ার হার অন্যান্য রাজ্যের থেকে ত্রিপুরায় অনেকটাই বেশি বলে জানিয়েছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *