BRAKING NEWS

বিজেপির কব্জায় থাকা বেলবাড়ি পঞ্চায়েত সমিতিতে স্বদলীয়দের মধ্যে অনাস্থা, হল ভোটাভুটিও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ বামুটিয়া ব্লকের বেলবাড়ি পঞ্চায়েত সমিতিতে অচলাবস্থা দেখা দিল৷ সেই সাথে রাজনৈতিক অস্থিরতাও৷ পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শীলা দাসের বিরুদ্ধে অনাস্থা আনেন ভাইস চেয়ারপার্সন কৃষ্ণা ভৌমিক৷ এই অনাস্থাকে কেন্দ্র করে এদিন পঞ্চায়েত সমিতির হলঘরে হয় রুদ্ধদ্বার ভোট৷ তাতে মোট ১২জন সদস্য অংশ নেয়৷ সূত্রের দাবি, ভাইস চেয়ারপার্সনের পক্ষে গিয়েছে ৯টি ভোট৷ অন্য তিনটি ভোট পড়েছে চেয়ারপার্সনের পক্ষে৷ যদি আধিককারীক স্তরে বা সরকারীভাবে এখনও ফলাফল জানানো হয়েনি৷


জানা গিয়েছে, সম্প্রতি এই পঞ্চায়েত সমিতির অধীনে বিভিন্ন গ্রামের জনগণের মধ্যে সরকারী প্রকল্পে ছাগল বন্টন করা হয়৷ এই ছাগল বন্টন নিয়ে অনিয়ম হয়েছে৷ শাসক দলের কব্জায় থাকা এই পঞ্চায়েত সমিতির মধ্যে দুই গোষ্ঠীর মধ্যে মতবিরোধকে কেন্দ্র করে এদিন এই অনাস্থা ও ভোট হল৷ সুবিধাভোগী বাছাই নিয়ে এই সমস্যার সূত্রপাত৷ তবে বৃহস্পতিবার অনাস্থা নিয়ে ভোটাভুটিকে ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করে বেলবাড়ি পঞ্চায়েত সমিতি এলাকায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল সংখ্যায় পুলিশ, টিএসআর এবং কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *