নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ খোয়াই এর চাম্পাহাউর থানা এলাকার বাচাইবাড়ি চামু বস্তি এলাকার এক যুবককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে৷ তাকে মারধোর করে সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপর ছুড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ৷ তাতে যুবকটি গুরুতরভাবে আহত হয়৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আহত যুবকের নাম রুনু দেব৷
ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার ওই যুবক রাস্তা দিয়ে বাজার থেকে বাড়িতে ফিরছিল৷ চামুবস্তি বিএসএফ ক্যাম্পের সামনে ওই যুবককে আটক করে বিএসএফ জওয়ানরা৷ বিএসএফের জওয়ানরা তাকে নাকি দাঁড়ানোর জন্য ডাক দিয়েছিল, সে কথা ওই যুবক শুনতে পায়নি৷ সে কারণেই তাকে আটক করে বেধড়ক মারধর করে কাঁটাতারের বেড়ার উপর ছুড়ে ফেলে দিয়েছে বিএসএফের জওয়ানরা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্ত বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷
এব্যাপারে চাম্পাহাউর থানায় বিএসএফের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে৷ জানা যায় চামুবস্তি বাচাই বাড়ি এলাকায় বিএসএফের ১৯১ ব্যাটালিয়নের জওয়ানরা দায়িত্বপ্রাপ্ত রয়েছে৷ এই ব্যাটেলিয়ানের জওয়ানরা এলাকায় দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর থেকেই সীমান্ত এলাকায় অপরাধপ্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ৷ সীমান্ত এলাকায় বসবাসকারি জনগণ রাত জেগে পাহারা দিয়ে নিজেদের ধন-সম্পদ রক্ষা করতে বাধ্য হচ্ছেন৷ সীমান্ত গ্রামগুলিতে প্রতিরাতেই বাংলাদেশী চোর হানাদারি চালাচ্ছে বলে অভিযোগ৷ চোরের দৌরাত্ম্য থেকে বাঁচার জন্যই এলাকার জনগণ রাত জেগে পাহারা দিতে বাধ্য হচ্ছেন৷