BRAKING NEWS

ঘূর্ণিঝড় আমফান পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ক্ষতি করেছে : এসএন প্রধান

নয়াদিল্লি, ২১ মে (হি. স.) : আবহাওয়া দফতরের সঠিক পূর্বাভাসে আমফান ঘূর্ণিঝড়-র প্রকোপে ক্ষয়ক্ষতির মাত্রা কমানো গিয়েছে। তা সত্ত্বেও, ওই ঘূর্ণিঝড় ওড়িশার বদলে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি তান্ডব চালিয়েছে। বৃহস্পতিবার এ-কথা বলেন জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর চিফ এস. এন. প্রধান। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে ক্ষয়ক্ষতির নিরূপণে কাজ শুরু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি দল এবং ওই রাজ্য-কে সমস্ত রকমভাবে সহায়তা করা হবে।

এসএন প্রধান বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বলেন, ঘূর্ণিঝড় আমফান সম্পর্কিত ভারতীয় আবহাওয়া দফতরের (আইএমডি) ভবিষ্যদ্বাণী খুব সঠিক ছিল। রাজ্যে কর্মরত এজেন্সিরা এর জন্য কৃতজ্ঞ। তাঁর মতে, প্রাকৃতিক দুর্যোগে শুধুমাত্র সঠিক ভবিষ্যদ্বাণী করার কারণে ক্ষয়ক্ষতি হ্রাস করা সম্ভব। তাঁর কথায়, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ভারত সরকার পশ্চিমবঙ্গের সাথে রয়েছে। তাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্ভাব্য সকল সহায়তার আশ্বাস দিয়েছেন। তাঁর দাবি, এনডিআরএফ ধারাবাহিকভাবে দুর্যোগ মোকাবিলায় নিয়োজিত থাকবে। জেলা প্রশাসন যেখানেই সাহায্য চাইবে, তারা সহায়তা অব্যাহত রাখবে।

প্রধান আরও বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক-র দল পশ্চিমবঙ্গের ক্ষয়ক্ষতি নিয়ে তথ্য সংগ্রহ করবে এবং প্রয়োজনমতো সহায়তা প্রদান করা হবে। তিনি বলেন, পশ্চিমবঙ্গে আরও চারটি এনডিআরএফ দল প্রয়োজন রয়েছে। সে-মোতাবেক কেন্দ্রীয় সরকার ৪ টি দল প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে। লক্ষণীয় বিষয় হল, আমফানের ঝড়ের কারণে পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত ৭২ জন মারা গেছেন। পশ্চিমবঙ্গ সরকার নিহতদের পরিবারের জন্য ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে।

এদিন প্রধান বলেন, আগামী ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টার মধ্যে ওড়িশায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। সাথে তিনি যোগ করেন, ঘূর্ণিঝড় আমফান সম্পর্কে আইএমডি-র বিবৃতি প্রকাশিত হয়েছে। তাঁর দাবি, সমস্ত পূর্বাভাস সঠিক প্রমাণিত হয়েছে। ৬০ ঘন্টা আগে জারি পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় একই ট্র্যাকে এগিয়েছে। এছাড়া আইএমডি আগামী ১২ ঘন্টা ধরে আসাম ও মেঘালয়ে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। সাথে ওই অঞ্চলে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাতাসের পূর্বাভাস দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *