নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.) : বিদেশ থেকে আসা সমস্ত ত্রুটিপূর্ণ অ্যান্টিবডি কিট ফেরত পাঠাবে ভারত । শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন একথা জানিয়ে বলেন, সমস্ত ত্রুটিপূর্ণ অ্যান্টিবডি কিট যে দেশ থেকে আনা হয়েছে সেখানে ফেরত পাঠানো হবে।
এদিন তিনি আরও বলেন, ওই টেস্টিং কিটগুলির জন্য কোনও দাম দেয়নি ভারত। আর সেগুলি চিন সহ যে দেশ থেকেই আসুক, সেদেশেই ফেরত দেওয়া হবে।
উল্লেখ্য, সঠিক ফলাফল না আসায় গত ২১ এপ্রিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) রাজ্যগুলিকে কোভিড-১৯-এর জন্য র্যাপিড টেস্টিং কিটের ব্যবহার বন্ধ করতে বলেছিল।