যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয় লেলিনের জন্মজয়ন্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল ৷৷ লেলিনের ১৫১তম জন্মজয়ন্তী বুধবার সিপিআইএম সদর বিভাগীয় অফিসের সামনে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়৷ সদর জেলা সম্পাদক পবিত্র কর লেলিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পবিত্রবাবু বলেন, সমাজতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রবক্তা ছিলেন লেলিন৷ তিনি ছিলেন সমাজতন্ত্রের প্রথম রূপকার৷ মার্কসবাদকে ভিত্তি করে কি করে মানব সমাজের ধনী দরিদ্রদের বিভাজন দূর করে তিনি সমাজতন্ত্রের জন্য দায়িত্ব পালন করে গেছেন৷ মহামতি লেলিনের ১৫১তম জন্মদিন সিপিআইএমের রাজ্য কার্যালয়েও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ এ উপলক্ষ্যে লেলিনের প্রতিকৃতিতে মাল্যদান করেন৷ সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস৷ অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে গৌতমবাবু বলেন, সমাজতন্ত্র মানে এমন একটা ব্যবস্থা যাতে মানুষে মানুষে কোন শোষণ বিভেদ নেই৷ সেই চিন্তাধারা নিয়েই রাশিয়ায় সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল৷


সমাজতান্ত্রিক বিপ্লবের অন্যতম নেতা মহামতি লেলিনের জন্মদিন উপলক্ষ্যে বুধবার ডিওয়াইএফআই রাজ্যের ১৩টি ব্লাডব্যাঙ্কে একযোগে রক্তদান শিবির সংগঠিত করেছে৷ আগরতলা শহরের আইএলএস, আইজিএম, জিবি এবং টিএমসির ব্লাডব্যাঙ্কে সদর বিভাগের পক্ষ থেকে রক্তদান করাহয়৷ রাজ্যে রক্তের যে ব্যাপক সঙ্কট সৃষ্টি হয়েছে সেই সঙ্কট মোকাবিলা ও মানুষের পাশে দাঁড়াতেই লেলিনের জন্মদিনে রক্তদান সংগঠিত করা হচ্ছে৷ ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুন দেব অভিযোগ করছেন আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষ রক্তদাতাদের মাস্ক নেই অজুহাতে হাসপাতালে ঢুকতে দিচ্ছে না৷ মুখে কাপড় বা রুমাল দিয়ে আচ্ছাদন দিয়ে ঢুকতে দিচ্ছে না৷ তাতে রক্তদাতারা উৎসাহ হারাচ্ছে৷


লকডাউন এর মধ্যেও যথাযোগ্য মর্যাদায় লেলিনের জন্মদিন পালন করল সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটি৷ বুধবার সকালে সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির অফিস গৃহে দলীয় পতাকা উত্তোলন এবং লেলিনের প্রতিকৃতিতে মাল্যদান এর মাধ্যমে লেলিনের ১৫১তম জন্মদিন পালন করা হয়৷ লেলিনের প্রতিকৃতিতে মাল্যদান করেন সিপিআইএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী বিধায়ক মবশ্বর আলি, সিপিআইএম নেতা কান্তিলাল দেব, অরুণাভ সরকার সহ আরো অনেকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *