নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৯ এপ্রিল৷৷ রাজ্যের প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী উদয়পুরের বাসিন্দা৷ অথচ, মহাকুমবাসী এমনকি গোমতী জেলার একাংশ মানুষ লকডাউন এবং ১৪৪ ধারা প্রতিনিয়ত ভঙ্গ করছেন৷ তাতে, ত্রিপুরাবাসীর জীবন সংকটের দিকে ঠেলে দিচ্ছেন আইন অমান্যকারীরা৷ তাই, উদয়পুর মহকুমায় কারফিউ জারি করা হয়েছে৷ আজ গোমতী জেলা শাসক এক আদেশ জারি করে ঘোষণা দেন, আজ মধ্যরাত্রি ১২ টা থেকে আগামীকাল মধ্যরাত্রি ১২টা পর্যন্ত উদয়পুর মহকুমায় কারফিউ চলাকালীন কেউ বাড়ি থেকে বের হলে কঠোর পদক্ষেপের সম্মুখীন হবেন৷
গোমতী জেলা শাসক টি কে দেবনাথ বলেন, সারা ত্রিপুরায় গত ২৪ মার্চ থেকে লকডাউন এবং ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ কিন্তু, গোমতী জেলার বেশ কিছু মানুষ বিশেষকরে উদয়পুর মহকুমায় লকডাউন-র নিয়ম কানুন লঙ্ঘন করে চলেছেন৷ তিনি উষ্মা প্রকাশ করে বলেন, উদয়পুরে ত্রিপুরার প্রথম করোনা আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার পরেও অত্যাধিক সংখ্যায় বিনা কারণে বেশ কিছু মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসছেন৷ শুধু তাই নয়, দুরুত্ব বজায় না রেখে বাজার, ব্যাঙ্ক, গ্যাস কাউন্টার ওইসব স্থানে ১৪৪ ধারা প্রতিনিয়ত ভঙ্গ করছেন৷ তাতে, সমগ্র গোমাটিবাসী তথা ত্রিপুরাবাসীকে বিরাট ঝুঁকি এবং জীবন সংকটের মুখে ঠেলে দিচ্ছেন৷ তাই, উদয়পুর মহকুমায় কারফিউ জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
তাঁর কথায়, আজ মধ্যরাত্রি ১২ টা থেকে আগামীকাল মধ্যরাত্রি ১২ তা পর্যন্ত ২৪ ঘন্টার জন্য সমস্ত উদয়পুর মহকুমায় কারফিউ জারি করা হচ্ছে৷ তাঁর নির্দেশ, ওই সময়ে বাড়ি থেকে কেউ বের হবেন না৷ কারণ, বাড়ি থেকে বের হলে কড়া পুলিশি ব্যবস্থার সম্মুখীন হবেন৷ তিনি জানান, জরুরি পরিষেবার সাথে যুক্ত যাঁরা রয়েছেন তারা রাস্তায় বের হতে পারবেন৷