BRAKING NEWS

করোনা : সামাজিক দূরত্ব বজায় রাখতে মহারাজগঞ্জ বাজারে মহকুমা শাসকের অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷করোনা ভাইরাস মোকাবেলায় সবচেয়ে বেশি জরুরি সামাজিক দূরত্ব বজায় রাখা৷ কিন্তু রাজ্যের বিভিন্ন বাজার গুলিতে ক্রেতা-বিক্রেতাদের ভিড়ের ফলে এই সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না৷ রাজধানীর বাজার গুলিতেও একই চিত্র পরিলক্ষিত হয়৷ তাই এইবার রাজধানীর বাজার গুলিতে ক্রেতা বিক্রেতারা যেন সামাজিক দূরত্ব বজায় রাখে তার জন্য অভিযানে নামে মহকুমা প্রশাসন৷ এইদিন মহকুমা প্রশাসনের পৃথক তিনটি টিম রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান চালায়৷ সদর মহকুমা শাসক অসিম সাহার নেতৃত্বে একটা টিম এইদিন মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায়৷

সদর মহকুমা শাসকের সাথে ছিলেন মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ী এসোসিয়েশানের নেতৃত্বরা৷ এইদিন মহারাজগঞ্জ বাজারের বিভিন্ন দোকানের সামনে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য একটি রেখা দিয়ে দেওয়া হয়৷ সদর মহকুমা শাসক অসিম সাহা জানান করোনা ভাইরাস মোকাবেলা করতে হলে সামাজিক দূরত্ব বজায় রাখতেই হবে৷ তার জন্য লক ডাউন, ১৪৪ ধারা জারি ও কারফিউ জারি৷ কিন্তু একাংশ ব্যবসায়ী চাইছে এই সুযোগকে কাজে লাগিয়ে অধিক ব্যবসা করার জন্য৷

আবার একাংশ ক্রেতা চাইছে বেশি করে সামগ্রী ক্রয় করে বাড়িতে মজুত করতে৷ ফলে বাজার গুলিতে ভিড় হচ্ছে৷ তাই সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য দোকান গুলির সামনে নির্দিষ্ট রেখা দিয়ে দেওয়া হচ্ছে৷ তিনি আরও জানান এইদিন মহকুমা প্রশাসনের তিনটি টিম রাজধানীর বিভিন্ন বাজার গুলিতে এই কাজ করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *