নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ রাজ্য জুড়ে লক ডাউনের ফলে সবচেয়ে বেশি সমস্যার সন্মুখিন গৃহহীন শ্রমিক, রিক্সা চালক ও গরীব অংশের জনগণ৷ তাই লক ডাউনের দিন গুলিতে শহর এলাকার গৃহহীন শ্রমিক, রিক্সা চালক ও গরীব অংশের জনগণকে রান্না করা খাবার প্রদান করার ঘোষণা দেয় নগর উন্নয়ন দপ্তরের৷ সেই মোতাবেক বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রান্না করা খাবার প্রদান৷
মহিলা স্ব-সহায়ক দলের দ্বারা এই খাবার রান্না করা হয়৷ খাবার রান্নার কাজে যুক্তরা সামাজিক দূরত্ব বজায় রেখে খাবার রান্না করেন৷ প্রাথমিক ভাবে এইদিন আগরতলা পুরনিগম এলাকায়্য এই রান্না করা খাবার প্রদান করা হয়৷ উপস্থিত ছিলেন নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা শৈলেশ কুমার যাদব৷
তিনি জানান যাদের বাড়ি নেই, রাস্তার পাশে দিন যাপন করে, নির্মাণ শ্রমিক যারা রাজ্যের বাইরে থেকে এসেছে অথবা রাজ্যের এই সময়ে কাজ পাচ্ছে না, দিন মজুরদের বর্তমানে খাদ্যের সমস্যা হত্যে পারে৷
বিষয়টিকে মাথায় রেখে সরকারের পক্ষ থেকে রান্না করা খাবার প্যাকেট জাত করে বিতরণ শুরু হয়েছে৷ আগরতলা পুর নিগম এলাকা থেকে এই খাবার বিতরণ শুরু করা হয়েছে৷ শুক্রবার থেকে প্রতিদিন দুইবার করে এই খাবার প্রদান করা হবে৷ সকাল ১১ টা ও সন্ধ্যা সাড়ে ৬ টায় এই খাবার প্রদান করা হবে৷ রাজ্যের অন্যান্য পুর এলাকা গুলিতেও এই ভাবে রান্না করা খাবার প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রাথমিক ভাবে এইদিন আগরতলা পুর নিগম এলাকায় ৫০০ খাবারের প্যাকেট প্রদান করা হচ্ছে৷ প্রয়োজনে আগামিদিন খাবারের প্যাকেটের সংখ্যা বৃদ্ধি করা হবে বলেও জানান নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা শৈলেশ কুমার যাদব৷