BRAKING NEWS

করোনা আক্রান্ত মণিপুরের যুবতীর সঙ্গে আসা ত্রিপুরার ১১জন বিমানযাত্রী চিহ্ণিত, পাওয়া যায়নি কোনও লক্ষণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ মণিপুরে করোনা আক্রান্ত যুবতীর সাথে একই বিমানে সফররত রাজ্যের ঝুঁকিপূর্ণ ১১ জন যাত্রীকে চিহ্ণিত করা হয়েছে৷ তাঁদের পরীক্ষা করে করোনা আক্রান্তের কোনও লক্ষণ পাওয়া যায়নি৷ কোভিড-১৯ সার্ভেইলেন্স অফিসার ডা. দ্বীপ দেববর্মা এ-কথা জানিয়েছেন৷ তিনি জানিয়েছেন, আগামীকাল তাঁদের রক্তের নমুনা সংগ্রহ করা হবে৷ ওই রিপোর্ট আসলে করোনায় সংক্রমণ নিয়ে আরও নিশ্চিত হওয়া যাবে৷ প্রসঙ্গত, এই ঘটনায় দিল্লী বিমানবন্দর কর্তৃপক্ষের চরম গাফিলতি ফুটে উঠেছে৷ সাথে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকেও ঝুকিপূর্ণ পরিস্থিতি তৈরী করার জন্য দায়ি করা হচ্ছে৷ কারণ, ইউকে থেকে ভারতের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার সময় ওই যুবতী ট্যুইটার হ্যান্ডেলে কোভিড-১৯ এ আক্রান্তের বার্তা দিয়েছিলেন৷ এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ সেই বিষয়ে অবগত ছিলেন৷ স্বাভাবিক ভাবে এই বিষয়টি এয়ার ইন্ডিয়া এবং দিল্লী বিমানবন্দর কর্তৃপক্ষ কিভাবে এড়িয়ে গেলেন সেই প্রশ্ণও উঠেছে৷
গত ২১ মার্চ এয়ার এশিয়া-র বিমানে কলকাতা থেকে আগরতলা হয়ে ইমফল গিয়েছেন বছর ২৩-এর এক যুবতী৷ সাথে তাঁর ভাই ওই বিমানেই ভ্রমণ করেছেন৷ গত ১৯ মার্চ তাঁরা ইউকে থেকে দিল্লি আসেন৷ সেখান থেকে কলকাতা এবং কলকাতা থেকে ইমফল গিয়েছেন তাঁরা৷ বাড়ি পৌঁছানোর পর যুবতী অসুস্থতা অনুভব করেন৷ গতকাল ২৩ মার্চ তিনি জেএনআইএমএস হাসপাতালে ভরতি হন৷ আজ সকালে তাঁর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন মণিপুরের স্বাস্থ্য অধিকর্তা কে রাজু সিংহ৷


তিনি জানিয়েছেন, আরও নিশ্চিত হওয়ার জন্য যুবতীর রক্তের নমুনা পুণেতে পাঠানো হয়েছে৷ তিনি জানিয়েছেন, তাঁর পরিবারের অন্য সদস্যদের আইসোলেশনে নেওয়া হয়েছে৷
এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর বিমানে আগরতলা হয়ে ইমফল যাওয়ার ঘটনায় চিন্তিত ত্রিপুরা সরকার৷ আগরতলার এমবিবি বিমানবন্দর অথরিটির জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলের প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত যাত্রী এয়ার এশিয়া-র বিমানে ভ্রমণ করেছেন৷ ওই বিমানে মোট ৭৩ জন যাত্রী আগরতলায় নেমেছেন৷ তাঁদের ওই যুবতীর কাছাকাছি বসেছেন এমন ১১ জন যাত্রীকেও চিহ্ণিত করে সমস্ত তালিকা ত্রিপুরা সরকারের কাছে পাঠানো হয়েছে৷ তিনি বলেন, ওই যাত্রী বিমানের ২৩ নম্বর সারিতে বসেছিলেন৷ তাঁর পাশের সিটে বসা যাত্রী আগরতলায় নেমেছেন৷ অন্য আরেক যাত্রী আগরতলা থেকে ইমফল গিয়েছেন৷


আজ সাংবাদিক সম্মেলনে মুখ্যসচিব মনোজ কুমার জানিয়েছেন, ওই ১১জন যাত্রীকে চিহ্ণিত করা হয়েছে৷ তাদের মধ্যে কৈলাসহরের তিনজন, সাব্রুমের একজন, সেকেরকোটের দুজন, প্রগতি রোড এলাকার দুজন, কর্ণেলবাড়ি এলাকায় একজন এবং এডি নগর এলাকার একজন যাত্রী রয়েছেন৷ ডা. দ্বীপ দেববর্মা জানিয়েছেন, আগামীকাল তাঁদের রক্তের নমুনা সংগ্রহ করা হবে৷ ওই রিপোর্ট আসলে করোনায় সংক্রমণ নিয়ে আরও নিশ্চিত হওয়া যাবে৷ তিনি বলেন, এখন পর্যন্ত ৪১৭ জনকে তাঁদের বাড়িতে নজরদারিতে রাখা হয়েছে৷ এছাড়া ৪৭ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ তিনি বলেন, বিদেশ থেকে আগত ত্রিপুরার নাগরিকদের চিহ্ণিত করে তাঁদের হাতে স্ট্যাম্প লাগানো হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *