শ্রীনগর, ২৪ মার্চ (হি.স.): ফারুক আব্দুল্লার পর এবার ওমর আব্দুল্লার। বাবার পর এবার বন্দিদশা থেকে মুক্তি পেলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লা। মঙ্গলবার ওমর আব্দুল্লাকে মুক্তি দিল জম্মু ও কাশ্মীর প্রশাসন। ওমরকে মুক্তি দেওয়া নিয়ে জম্মু ও কাশ্মীর প্রশাসনের তরফে জানানো হয়েছে, কাশ্মীর উপত্যকায় স্থিতাবস্থা ফিরে আসায় রাজনৈতিক নেতাদের ধীরে ধীরে মুক্তি দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, ফারুক আব্দুল্লা এবং ওমর আব্দুল্লা মুক্তি পেলেও, এখন বন্দি রয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি।
উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ রদ করে উপত্যকার বিশেষ মর্যাদা তুলে নেওয়ার দিনই জম্মু-কাশ্মীরের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি-সহ বেশ কিছু রাজনৈতিক নেতা ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের গ্রেফতার বা গৃহবন্দি করা হয়েছিল। জম্মু ও কাশ্মীর ভেঙে জম্মু-কাশ্মীর ও লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছিল ওই সময়েই। তার পর গোটা উপত্যকায় জারি হয়েছিল কড়া নিয়ন্ত্রণ। তখন থেকে বন্দিই ছিলেন ওই নেতারা। অবশেষে ফারুক এবং ওমর আব্দুল্লা-সহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে মুক্তি দিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন।