নয়াদিল্লি,২৩ মার্চ (হি.স) : করোনা ভাইরাস রোধে প্রশাসনের যাবতীয় উদ্যোগকে প্রশংসা করল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট।
সোমবার একটি মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি এসএ বোবদে করোনা ভাইরাস রোধে সরকারের যাবতীয় উদ্যোগ প্রশংসা করে বলেন, প্রশাসনকে সকলের সহযোগিতা করা উচিত। এমনকি নিন্দুকেরাও করোনা রোধে প্রশাসনিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
এদিন সুপ্রিম কোর্টে দেশের সমস্ত ধর্মীয় স্থান করোনা পরিস্থিতিতে বন্ধ করে দেওয়ার জন্য একটি পিটিশন দায়ের করা হয়। দেশের শীর্ষ আদালত এই সংক্রান্ত কোন নির্দেশিকা দিতে অস্বীকার করে। শীর্ষ আদালতে তরফ থেকে জানিয়ে দেওয়া হয় বিষয়টি রাজ্য সরকারের এক্তিয়ারভুক্ত। প্রধান বিচারপতি বলেন, প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে করোনা রোধে সদর্থক পদক্ষেপ নেওয়া হয়েছে। সকলেই বলছে প্রশাসন ভালো কাজ করছে। ফলে প্রশাসনকে তার কাজ নির্বিঘ্নে করতে দেওয়া হোক ।