BRAKING NEWS

ত্রিপুরায় ৭৪ শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন, বিধানসভায় তথ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ ত্রিপুরায় প্রায় ৭৪ শতাংশ মানুষ গ্রামে বাস করেন৷ আজ বিধানসভায় বিরোধী বিধায়ক তপন চক্রবর্তীর প্রশ্ণের জবাবে ২০১১ জনগণনার তথ্য অনুসারে এই তথ্য উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ সাথে তিনি আরও জানিয়েছেন, ত্রিপুরার গ্রামাঞ্চলে বসবাসকারী পরিবারের মাথাপিছু মাসিক গড় খরচ ১১৯৪.১৪ টাকা


এদিন জিষ্ণু দেববর্মা বলেন, গ্রামাঞ্চলে বসবাসকারী পরিবারের মাথাপিছু গড় মাসিক যায় নিরূপণ করা হয় না৷ ৬৮তম জাতীয় নমুনা সমীক্ষার ২০১১-১২ তথ্য অনুসারে ত্রিপুরার গ্রামাঞ্চলে বসবাসকারী পরিবারের মাথাপিছু গড় খরচ ১১৯৪.১৪ টাকা৷ সাথে তিনি আরও জানান, শহরাঞ্চলেও বসবাসকারী পরিবারের মাথাপিছু গড় মাসিক যায় নিরূপণ করা হয় না৷ জাতীয় নমুনা সমীক্ষার তথ্য অনুসারে শহরাঞ্চলে বসবাসকারী পরিবারের মাথাপিছু মাসিক গড় খরচ ১৯৯৬.৬৬ টাকা৷


প্রসঙ্গত, উত্তর-পূর্বাঞ্চলের প্রান্তিক রাজ্য হিসেবে পরিচিত ত্রিপুরা৷ ভৌগোলিকগত অবস্থানের কারণে এখনো গোটা দেশের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে৷ স্বাভাবিকভাবেই অর্থনৈতিক দিক দিয়ে এই রাজ্য পিছিয়ে পড়া রাজ্যের সারিতে আসবে, তাতে অস্বীকার করার কোন উপায় নেই৷ তবে, এখন ত্রিপুরা অর্থনৈতিক দিক দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে৷ তাতে সফলতা মিলবে বলে আশা করা যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JAGARAN TRIPURA

FREE
VIEW