নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷ করোনা ভাইরাসের প্রভাব পড়লো আদালতেও৷ উচ্চ আদালত এবং নিম্ন আদালতের আগামী ৫ এপ্রিল পর্যন্ত কেবলমাত্র জরুরি ভিত্তিক মামলার শুনানি হবে৷
আজ ত্রিপুরা হাইকোর্ট এক নির্দেশিকা জারি করে জানিয়েছে, প্রধান বিচারপতি করোনা ভাইরাস মোকাবিলায় সতর্কতামূলক কিছু ব্যবস্থা গ্রহণ করেছে৷ ওই ব্যবস্থার অন্তর্গত উচ্চ আদালত এবং সমস্ত জেলা আদালত সহ ফেমেলি কোর্ট এবং ট্রাইবুনাল গুলি আগামী ১৭ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত কেবলমাত্র জরুরি ভিত্তিতে মামলাগুলির শুনানি করবে৷ জেলা আদালতে জুডিশিয়াল অফিসাররা মামলার গুরুত্ব অনুধাবন করে শুনানির জন্য ধার্য্য করবেন৷
ওই নির্দেশিকা মোতাবেক সমস্ত আইনজীবীদের তাদের মক্কেল এবং আদালতের কর্মীদের পরামর্শ দেওয়া হয়েছে জর, সর্দি এবং কাশি এই যাবতীয় অসুস্থতা অনুভব করলে আদালতে আসবেন না৷ সেক্ষেত্রে উচ্চ আদালত চত্বরে চিকিৎসা কর্মী নিযুক্তির পরামর্শ দেওয়া হয়েছে৷ করোনা ভাইরাস নিয়ে পরিস্থিতি মোকাবিলায় সকলের সহযোগিতা চাওয়া হয়েছে৷ এক্ষেত্রে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে৷
ওই নির্দেশিকা মোতাবেক প্রতিদিন কাজ শেষ হওয়ার সাথে সাথেই আদালতের কর্মীদের ছুটি দিতে হবে৷ বিনা কারণে আদালতে আটকে না রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে৷