BRAKING NEWS

কৈলাসহরে ব্রাউনসুগার সহ এক যুবকে পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৬ মার্চ ৷৷ উনকোটি জেলার পুলিশ সুপারের দেওয়া তথ্য ধরে গভীর রাতে কৈলাসহর থানার পুলিশ ব্রাউন সুগার সহ আটক করল এক যুবককে৷ রবিরার রাত আণুমানিক বারোটা নাগাদ উনকোটি জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর দেওয়া তথ্য অনুযায়ী কৈলাসহর থানার ওসি পার্থ মুন্ডা জানতে পারে যে কৈলাসহর থেকে টিলাবাজার ব্রাউন সুগার পাচার হবে৷ সেই মোতাবেক কৈলাসহর থানার পুলিশ ও টিএসআর বাহিনী যৌথভাবে কৈলাসহর থেকে টিলাবাজার যাওয়ার রাস্তার দুটি জায়গায় ওৎ পেতে বসে থাকে৷


রাত বাড়ার সাথে সাথে পুলিশ দেখতে পায় যে তথ্য অনুযায়ী একটি কালো সুপার স্পেন্ডার বাইক নিয়ে একটি যুবক আসছে৷ প্রথমদিকে পুলিশে যুবকটিকে আটক করতে চাইলেও সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরবর্তী সময় পুলিশের তৎপরতায় সেই যুবককে আটক করা যায়৷ প্রাথমিক তল্লাশিতে এই যুবকের কাছ থেকে একটি প্যাকেট ১২ গ্রাম ১০ মিলিগ্রাম পরিমাণ এর ব্রাউন সুগার উদ্ধার হয়েছে৷ পাশাপাশি টিআর০২ডি-৫১৪৮ নাম্বালের সুপার স্প্লেন্ডার বাইক পুলিশ হেফাজতে নিয়েছে৷ প্রাথমিকভাবে জানা গেছে এই যুবকের নাম প্রসেনজিৎ দেব বয়স (২৬)৷ বাড়ি কৈলাসহর চিড়াকুটি এলাকার ৩ নং ওয়ার্ডে৷

দীর্ঘদিন ধরে কৈলাসহর মহকুমার শহর উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জায়গায় অবাধে সামগ্রী সেবন ও বিক্রির পাশাপাশি বাংলাদেশে পাচারের ঘটনার খবর পুলিশের কাছে থাকলেও হাতে তেমন কোন সাফল্য উঠে আসেনি৷ কারণ বেশ কয়েকবার পুলিশ রেট করলেও তথ্য প্রমাণের অভাবে অপরাধীদের শনাক্তকরণ সম্ভব হয়নি৷ রবিবার রাতেই এই সাফল্যে নেশা বাণিজ্যের মূল চক্রীদের সামনে আনতে অনেকটাই সাহায্য করবে বলে মনে করছে পুলিশ৷ আটক যুবককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের নামধাম উদ্ধারের চেষ্টা চালাচ্ছে৷ এনডিপিএস ধারায় এব্যাপারে মামলা গৃহীত হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *