BRAKING NEWS

করোনার জেরে জার্মানিতে আটকে বিশ্বনাথন আনন্দ

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.) : জার্মানিতে আটকে পড়েছেন গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ । বুন্দেশলিগা দাবা টুর্নামেন্টে যোগ দিতে জার্মানি গিয়েছিলেন তিনি। সোমবার তাঁর দেশে ফেরার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস নিয়ে আতঙ্কের জেরে জার্মানি থেকে ফিরতে পারছেন না পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু  বিশ্বনাথন ।

গত ২৭ জানুয়ারি জার্মানিতে থাবা বসিয়েছিল করোনা। ফেব্রুয়ারিতে সেই সংখ্যা আরও বাড়ে। কিন্তু বুন্দেশলিগা দাবা টুর্নামেন্টে যোগ দিতে ফেব্রুয়ারিতে জার্মানিতে গিয়েছিলেন আনন্দ। কিন্তু করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে সৃষ্টি হওয়া পরিস্থিতিতে ইউরোপ-সহ বিশ্বের বেশ কিছু দেশ থেকে বিমান আসায় নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। ফলে সেখানেই আটকে পড়েছেন গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ। আপাতত নিজেকে সেল্‌ফ কোয়ারেন্টাইনে রেখেছেন তিনি। রোজ ভিডিও কলে পরিবারের সঙ্গে গল্প করা, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া আর হাঁটতে বেরনোই এখন তাঁর রুটিন।  

আনন্দের কথায়, “এরকম অভিজ্ঞতা আগে হয়নি। আমার কেন, অনেকেরই প্রথমবার এ অভিজ্ঞতা হচ্ছে। যেখানে নিজেকে জোর করে আইসোলেশনে রাখতে হচ্ছে। বাড়ি থেকে রোজ ফোন আসছে। ছেলে অখিল আর স্ত্রী অরুণার সঙ্গে ভিডিও চ্যাটিং করছি। এভাবেই স্বাভাবিক থাকার চেষ্টা করছি।”
তিনি আরও বলেন, “করোনা ভাইরাসের প্রকোপে এখন অনেকের হাতেই প্রচুর সময়। আমার অবস্থাও একইরকম। তাই ফোনে আর অনলাইনে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় পাচ্ছি। আর হাঁটতে বেরলে সকলেই দূরত্ব বজায় রাখছেন।”

দাবার ইভেন্টের জন্য বছরের বেশিরভাগ সময়টাই অন্যান্য দেশে কাটাতে হয় তাঁকে। বিশেষ করে স্পেন ও জার্মানিতেই বেশি সময় থাকেন তিনি। কিন্তু এবার গিয়ে আর দেশে ফিরতে পারছেন না। গোটা মাসটা এভাবেই একা কাটাতে হবে তাঁকে। মার্চের শেষে বিমান চলাচল স্বাভাবিক হয়ে ঘরে ফিরবেন তিনি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *