BRAKING NEWS

পেট্রোল ও ডিজেলে প্রতি লিটারে ৩ টাকা শুল্ক বৃদ্ধি করল সরকার

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.) : বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও এদেশে মহার্ঘ্য জ্বালানি তেল। শনিবার পেট্রোল ও ডিজেলের উপর প্রতি লিটারে ৩ টাকা শুল্ক বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার । জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম হ্রাস পাওয়ার পর সরকারের রাজস্ব আয় কমে যাওয়ার ফলেই এই সিদ্ধান্ত।

অপ্রত্যক্ষ কর ও আবগারির কেন্দ্রীয় পর্ষদের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, লিটার পিছু পেট্রলে বিশেষ আবগারি শুল্ক (স্পেশ্যাল এক্সাইজ ডিউটি) দু’টাকা বাড়িয়ে আট টাকা করা হয়েছে । ডিজেলের ক্ষেত্রে প্রতি লিটারে তা চার টাকা করা হয়েছে । যা আগে লিটার পিছু দু’টাকা ছিল। এর ফলে, সরকারের কোষাগারে বছরে বাড়তি ৩৯,০০০ টাকা ঢুকবে বলে অনুমান আধিকারিকদের । একইসঙ্গে রোড সেসও বাড়ানো হয়েছে । প্রতি লিটার পেট্রল ও ডিজেলে রোড সেস এক টাকা বেড়েছে।

উল্লেখ্য, এখনও পর্যন্ত পেট্রল ও ডিজেলে প্রতি লিটারে যথাক্রমে ১৭.৯৮ টাকা এবং ১৩.৯৩ টাকা শুল্ক আদায় করে থাকে কেন্দ্র।ভারতের প্রয়োজনীয় তেলের প্রায় ৮০% বিদেশ থেকে আমদানি করা হয় । অপরিশোধিত তেলের দাম হ্রাস পাওয়ায় এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে কেন্দ্র তীব্র রাজস্ব ঘাটতির মুখোমুখি হচ্ছে । এই অবস্থায় এক্সাইজ ডিউটি ও রোড সেস বাড়ানোয় আবারও পেট্রল-ডিজেলের দাম উর্ধ্বমুখী হবে বলে আশঙ্কা একটি মহলের । কিন্তু ওয়াকিবহল মহলের দাবি, একলাফে অনেকটা শুল্ক বাড়লেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকায় তা পুষিয়ে যাবে। ফলে বাড়তি শুল্কের বোঝা মালুম হবে না আমজনতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *