নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.): অযথা আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বন করা উচিৎ | করোনা নিয়ে ফের এবাভেই দেশবাসীকে সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার তিনি পরপর দুটি ট্যুইট করে দেশের মানুষকে সতর্ক করেছেন। সেইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীদের এখন বিদেশ সফরে যেতে নিষেধ করেছেন মোদী।
এদিন টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘করোনা ভাইরাস পরিস্থিতির উপর সরকার নজর রাখছে। সকলের সুরক্ষার জন্য রাজ্যগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আতঙ্কের কোনও কারণ নেই। প্রয়োজনীয় সাবধানতা মেনে চলুন। কেন্দ্রের কোনও মন্ত্রী বিদেশ সফরে যাবেন না। দেশবাসীর কাছেও আর্জি জানাচ্ছি, যাতে তাঁরা দেশের বাইরে ভ্রমণ এড়িয়ে চলেন’’।
এর আগেও করোনা ভাইরাস মোকাবিলায় বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করমর্দনের বদলে হাত জোড় করে নমস্তে বলার পরামর্শ দিয়েছিলেন মোদী। পাশাপাশি এবারের হোলি অনুষ্ঠান বাতিল করেছিলেন।
উল্লেখ্য, ভারতের করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে | কেরলে সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি।