শিলচর (অসম), ১২ মার্চ (হি.স.) : গত বেশ কয়েকদিন ধরে করোনা ভাইরাসের আতঙ্ক তাড়া করছে বরাক উপত্যকার কাছাড় জেলাকে। এই আতঙ্কের কবলে পড়ে জনৈক স্প্যানিশ পর্যটককে যারপরনাই হয়রানির শিকার হয়েছে জেলা সদর শিলচরে। এক এক করে প্রায় পনেরোটি হোটলের দ্বারে দ্বারে গিয়েছেন, রাতে মাথা গোঁজার ঠাই চেয়ে। কিন্তু একটি হোটেলে তাঁকে থাকতে দেওয়া হয়নি। অবশেষে জেলা প্রশাসনের হস্তক্ষেপে তাঁর আশ্রয় মিলেছে শিলচরের সার্কিট হাউসে।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় পাভলো ফার্নান্ডেজ নামের এক পর্যটক শিলচর এসেছেন। এখানে তিনি শহরের প্রায় ১৫টি হোটেলে গিয়েছিলেন। কিন্তু করোনা ভাইরাসের ভয়ে কোনও হোটেল কর্তৃপক্ষ তাঁকে স্থান দেওয়ার ঝুঁকি নেয়নি। মেঘালয়ের রাজধানী শিলং থেকে গতকাল সন্ধ্যায় এসে উপস্থিত হয়েছিলেন পাভলো ফার্নান্ডেজ। এভাবে সব হোটেল থেকে ফেরত পাঠানোয় অগত্যা রাত প্রায় ১১টা নাগাদ তিনি শিলচর সদর থানায় গিয়ে হাজির হন।
সদর থানা কর্তৃপক্ষ তাঁর কাছে সব শুনে যোগাযোগ করেন জেলা প্ৰশাসনের সঙ্গে। প্ৰশাসনের সংশ্লিষ্ট অফিসারের নির্দেশে রাতেই হাসপাতালে তাঁর স্বাস্হ্য পরীক্ষা করানো হয়৷ স্বাস্হ্য পরীক্ষায় পৰ্যটক ফার্নান্ডেজের শরীরে করোনা ভাইরাসের কোনও লক্ষণ পাওয়া যায়নি। এর পর মধ্য রাতে তাঁকে নিয়ে যাওয়া হয় আবৰ্ত ভবন তথা সার্কিট হাউসে।
এখানে উল্লেখ করা যেতে পারে দূষণমুক্ত এক বিশ্ব গড়ার বার্তা ছড়াতে মানুষের মধ্যে এ সম্পর্কে সজাগতা সৃষ্টির উদ্দেশ্যে গত বছরের এপ্ৰিল মাসে স্পেন থেকে পাভলো ফার্নান্ডেজ যাত্রা করেছিলেন, বাই-সাইকেলে৷ ৩১ অক্টোবর (২০১৯) ভারতে প্ৰবেশ করে দেশের বিভিন্ন রাজ্য ঘুরে ঘুরে পৰ্যটক পাভলো মেঘালয় হয়ে অবশেষে বুধবার শিলচরে এসেছিলেন বিদেশি পৰ্যটকটি৷ আগামীকাল শুক্রবার শিলচর থেকে মণিপুর যাবেন। সেখান থেকে মোরে সীমান্ত দিয়ে যাবেন মায়ানমারে। শিলচরে তাঁর অভিজ্ঞতার তথ্য খোদ দিয়েছেন পাভলো ফার্নান্ডেজ৷
আক্ষেপের সঙ্গে বিদেশি পর্যটক পাভলো ফার্নান্ডেজ বলেন, বিশ্বের বিভিন্ন দেশ পরিভ্ৰমণ করে এসে এখানে কোনও হোটেল কর্তৃপক্ষ তাঁকে সহায়তা করেননি। এই বেদনা নিয়ে যাচ্ছেন তিনি। তবে সরকারি আবাস সাৰ্কিট হাউসে আশ্ৰয় দেওয়ার জন্য শিলচর থানা কর্তৃপক্ষ এবং জেলা প্ৰশাসনকে ধন্যবাদ জানাতে ভুলেননি পাভলো৷ দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, যে করোনা ভাইরাসকে নিয়ে এত, তার সঙ্গে মোকাবিলা করবেন, একে বিট করার ক্ষমতা রাখেন তিনি। অন্যদিকে, প্ৰাকৃতিক সৌন্দর্যে ভরপুর অসমকে সামগ্রিকভাবে এক অতুলনীয় রাজ্য বলে আখ্যা দিয়ে অসমের আপামর জনতাকে ধন্যবাদ জানিয়েছেন স্প্যানিশ পৰ্যটক পাভলো ফার্নান্ডেজ।