মানকাচর (অসম), ৮ মার্চ (হি.স.) : দক্ষিণ শালমারা-মানকাচর জেলার মানকাচর থানাধীন ভারত-বাংলাদেশ সীমান্তবৰ্তী ঝালরচর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় এক বাংলাদেশি গরু পাচারকারী ভারত ভূখণ্ডে প্ৰবেশ করেছিল। এ দেশে এসে এখানকার গরু বাংলাদেশে পাচার করার সময় সীমান্তে টহলদারি বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়ে যায়। একটি গরুকে উদ্ধার করে ধৃতকে বমাল পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।
আটক গরু পাচারকারীকে প্রতিবেশী রাষ্ট্ৰ বাংলাদেশের কুড়িগ্ৰাম জেলার রৌমারি থানা এলাকার বেহুলারচর মাধবপাড়া গ্রামের জনৈক আজিম উদ্দিনের বছর ৩৫-এর ছেলে আজাহার আলি বলে পরিচয় পাওয়া গেছে। রবিবার সকালে মানকাচর থানার ওসি বিনোদ কুমার দাস এই খবর দিয়ে জানান, শনিবার রাত প্ৰায় ১২টা নাগাদ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের ওপর গরু পাচারকারী কর্তৃক সংস্থাপিত বাঁশ ও কাঠ দিয়ে তৈরি ঢেকির সাহায্যে বাংলাদেশ ভূখণ্ড থেকে ভারতের মানকাচরে প্ৰবেশ করে। এর পর সে মানকাচরের স্থানীয় পাচারকারীদের সহযোগিতায় সেই ঢেকির ওপর দিয়ে গরু যখন বাংলাদেশে পাচার করছিল, তখন তাকে পাকড়াও করে বিএসএফ। বাংলাদেশি আজাহার আলিকে আটক করতে সক্ষম হলেও পালিয়ে গা ঢাকা দিয়েছে স্থানীয় অন্য গরু পাচারকারীরা। ওসি দাস জানান, অবৈধভাবে যে সকল বাংলাদেশিকে ভারতে প্রবেশ করতে সাহায্য করছে, সেই সব স্থানীয়দের ধরতে অভিযান চলছে।
প্রসঙ্গত, গত প্রায় দেড় মাস আগে অনুরূপভাবে একজন বাংলাদেশি নাগরিক কাঁটাতারের ওপর দিয়ে বাংলাদেশে গরু পাচার করার সময় আটক করেছিল বিএসএফ। পরবর্তীতে বিধি অনুযায়ী তাকে মানকাচর থানায় সমঝে দেওয়া হয়েছিল।