BRAKING NEWS

হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ সত্যগোপাল চট্টোপাধ্যায়ের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন সত্যগোপাল চট্টোপাধ্যায়৷ প্রধান বিচারপতি অকিল কুরেশি তাঁকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন৷ দীর্ঘদিন পর ত্রিপুরা হাইকোর্টে বিচারপতিদের সমস্ত আসন পূর্ণ হয়েছে৷ বর্তমানে প্রধান বিচারপতি-সহ আরও তিনজন বিচারপতি রয়েছেন ত্রিপুরা হাইকোর্টে৷


বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার আগে সত্যগোপাল চট্টোপাধ্যায় দীর্ঘদিন ত্রিপুরা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব সামলেছেন৷ তিনি ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি থেকে রেজিস্ট্রার জেনারেলের দায়িত্বে ছিলেন৷ গত ১৯ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্টের কলেজিয়াম ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি হিসেবে সত্যগিওয়াল চট্টোপাধ্যায়ের নাম সুপারিশ করেছে৷ ওই সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় আইন ও ন্যায়বিচার মন্ত্রক গত ৪ মার্চ তাঁকে বিচারপতি হিসেবে নিযুক্তির বিজ্ঞপ্তি জারি করে৷


প্রসঙ্গত, ত্রিপুরা হাইকোর্টে বর্তমানে প্রধান বিচারপতি-সহ মোট তিনজন বিচারপতি রয়েছেন৷ সত্যগোপাল চট্টোপাধ্যায়ের নিযুক্তিতে ত্রিপুরা হাইকোর্টে বিচারপতির সংখ্যা দাঁড়াবে চারে৷ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অকিল কুরেশি, বিচারপতি সুভাশিস তলাপাত্র এবং বিচারপতি অরিন্দম লোধ বর্তমানে উচ্চ আদালতের যাবতীয় মামলার নিষ্পত্তি করছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *