নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ আমবাসা ব্লকের অধীন জগন্নাথ পুর এলাকায় প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস৷ কিন্তু এলাকায় এক বছরেরও অধিক সময় ধরে পানীয় জলের সমস্যা চলছে৷ এলাকাবসিদের পক্ষ থেকে বহুবার সমস্যার কথা জানানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের৷ কাজের কাজ কিছুই হয়নি৷ এলাকায় পানীয় জল সরবরাহের জন্য পুরাতন যে পাইপ লাইন রয়েছে তা দুই দিন পর পরই বিকল হয়ে পরে৷
তাই সরকার থেকে এলাকায় নতুন করে পাইপ লাইন বসানো হয়৷ পাম্প মেশিন বসিয়ে নতুন জলের উৎস তৈরি করা হয়েছে৷ নতুন করে পাইপ লাইনও বসানো হয়েছে৷ কিন্তু এক বছর হয়ে গেলেও নতুন পাইপ লাইনে জল সরবরাহ এখনো চালু করা হয়নি৷ এই পরিস্থিতিতে শুক্রবার এলাকার সাধারন জনগণ আমবাসা-গণ্ডাছড়া সড়ক অবরোধে বসে৷ তাদের দাবি নতুন পাম্প মেশিন ও নতুন পাইপ লাইনে জল সরবরাহ চালু করতে হবে৷ অন্যথায় তাদের সড়ক অবরোধ চলতে থাকবে৷সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ও ঙ্গঢছ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসে৷
প্রথমদিকে সড়ক অবরোধকারীদের সাথে পুলিশ আলোচনা চালায়৷ কিন্তু কোন কাজ হয়নি৷ পরবর্তী সময় ঙ্গঢছ দপ্তরের অধিকারিকরা সড়ক অবরোধকারীদের সাথে আলোচনা চালায় তাতেও কোন কাজ হয়নি৷ ঙ্গঢছ দপ্তরের এক আধিকারিক জানান ঙ্গঢছ দপ্তরের পক্ষ থেকে নতুন পাম্প মেশিন ও নয়া পাইপ লাইনে এলাকায় জল সরবরাহ করার জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে৷ কিন্তু বিদ্যুৎ দপ্তর থেকে এখনো বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়নি৷ বিদ্যুৎ সংযোগ প্রদান করা হলে পাম্প মেশিনটি চালু করা হবে৷
ফলে এলাকায় জল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে৷দীর্ঘ প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের পর ঘটনাস্থলে ছুটে আসেন আমবাসা ব্লকের বিডিও৷ শেষ পর্যন্ত আমবাসা ব্লকের বিডিও-র আশ্বাসে সড়ক অবরোধ মুক্ত করে দেয় এলাকাবাসি৷ এখন দেখার এলাকাবাসিদের দাবি কবে নাগাদ পূরণ হয়৷