নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.) : সাত কংগ্রেস সাংসদের সাসপেন্ড নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন অধীর রঞ্জন চৌধুরী। বিষয়টিকে স্বৈরাতন্ত্র আখ্যা দিয়ে বর্ষীয়ান এই কংগ্রেস নেতার দাবি সাসপেন্ডের সিদ্ধান্ত অধ্যক্ষের নয়, কেন্দ্রীয় সরকারের। যা কোনও ভাবেই মেনে নেবে না কংগ্রেস।
বৃহস্পতিবার অধীর রঞ্জন চৌধুরী বলেন যে বিগত দুইদিন ধরে সংসদে আসেননি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। এর থেকে প্রমাণিত হয় যে কংগ্রেস সদস্যদের সাসপেন্ড করার সিদ্ধান্ত তার নয় কেন্দ্রীয় সরকারের। যা এখনও স্বীকার করা হচ্ছে না। কংগ্রেসের অবস্থান স্পষ্ট করে দিয়ে তিনি বলেন, সরকারের এমন সিদ্ধান্তের সামনে নতজানু হবে না কংগ্রেস। কেন্দ্রের বিরুদ্ধে লড়াই চলবে। সরকারের বিরুদ্ধে একাট্টা বিরোধী। সেই কারণে হুড়োহুড়ি করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অধীর অভিযোগ করেন যে সংসদের ভেতরেও স্বৈরাতান্ত্রিক পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণে দিল্লির হিংসা নিয়ে আলোচনা হচ্ছে না। কংগ্রেসের আন্দোলনকে ঠাণ্ডা করার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।