নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবারের মাধ্যমিক পরীক্ষা আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে৷ মোট পরীক্ষা দিয়েছেন ৪৪,৬৬৫ জন ছাত্রছাত্রী৷ অনুপস্থিত ছিলেন ১,২৮৮ জন ছাত্রছাত্রী৷ আজ মাধ্যমিক (নতুন সিলেবাস) ইংরেজি, মাধ্যমিক (পুরাতন সিলেবাস) বাংলা / ইংরেজি / হিন্দি / ককবরক/ মিজো, মাদ্রাসা আলিম (নতুন সিলেবাস) ইংরেজি, মাদ্রাসা আলিম (পুরাতন সিলেবাস) বাংলা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে৷ রাজ্যের মোট ৭৭টি (উপকেন্দ্র-সহ ১৮৬টি) মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের সবকয়টি পরীক্ষাকেন্দ্রের পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল৷
আজকের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার জন্য কোনও পরীক্ষার্থীকে বহিষ্কার করার সংবাদ পাওয়া যায়নি৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ড় ভবতোষ সাহা জানিয়েছেন, আজ নতুন সিলেবাসের ইংরেজি ও পুরনো সিলেবাসের বাংলা, হিন্দি, ককবরক, মিজো পরীক্ষায় ৪৫,৯৫৩ জন পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা ছিল৷ তার মধ্যে ছাত্র ২১,৫১৭ জন ও ছাত্রী ২৪,৪৩৬ জন৷ সারা রাজ্যে পরীক্ষায় বসেছিল ৪৪,৬৬৫ পরীক্ষার্থী৷ তার মধ্যে ছাত্র ২০,৯৩০ জন ও ছাত্রী ২৩,৭৩৫ জন৷ অনুপস্থিতির সংখ্যা ছাত্র ৫৮১ জন ও ছাত্রী ৭০৭ জন৷ তাঁর দাবি, আজ ছাত্রছাত্রীর উপস্থিতির শতকরা হার ছিল ৯৭.২০৷
এদিকে, আজকের পরীক্ষায় পর্ষদ সভাপতি ড় ভবতোষ সাহা রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির, কামিনী কুমার সিংহ মেমোরিয়াল, মহারাণী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, প্রাচ্যভারতী উচ্চ মাধ্যমিক, বোধজং উচ্চ মাধ্যমিক, বোধজং উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও আচার্য প্রফুল্লচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রগুলি পরিদর্শন করেন৷
পর্ষদের ওএসডি ইন্দ্রজিৎ দাস ও জ্যোতির্ময় রায় ঈশানপুর পরীক্ষাকেন্দ্র ও তার অন্তর্গত আখালিয়াছড়া উপকেন্দ্র পরিদর্শন করেন৷ প্রতিটি জেলার ডিইও-দের নেতৃত্বে গঠিত একটি বিশেষ পর্যবেক্ষক দল প্রতিটি জেলার পরীক্ষাকেন্দ্রগুলি পরিদর্শন করেছেন৷ রাজ্যের বিদ্যালয় শিক্ষা দফতরের কয়েকটি পরিদর্শন টিমও কয়েকটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছে৷ আগামী ৫ মার্চ উচ্চ মাধ্যমিক বাংলা / হিন্দি / ককবরক / মিজো, মাদ্রাসা ফাজিল আর্টস বাংলা, মাদ্রাসা ফাজিল থিওলজি বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে৷