নয়াদিল্লি, ১ মার্চ (হি.স.) : সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রবিবার সকালে শাহিনবাগে জারি করা হল ১৪৪ ধারা। যে কোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য বিপুল সংখ্যায় পুলিশকর্মী ও সিআরপিএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে।
অতিডানপন্থী সংগঠন হিন্দুসেনার তরফ থেকে পয়লা মার্চের মধ্যে বিক্ষোভকারীদের অবস্থান তুলে নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এদিনই সেই সময় সীমা শেষ হয়ে যাচ্ছে। ফলে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো জন্য বিপুল পরিমাণে পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। এদিন হিন্দুসেনার শাহিনবাগে সমাবেশ করার কথা ছিল কিন্তু পুলিশের হস্তক্ষেপে শনিবার নিজেদের ঘোষিত কর্মসূচির থেকে পিছু হটে হিন্দুসেনা। পুলিশের যুগ্ম-কমিশনার ডি সি শ্রীবাস্তবস জানিয়েছেন, আইনশৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশাল পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।
উল্লেখ করা যেতে পারে ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে শাহিনবাগে অবস্থান বিক্ষোভে বসেছে বহু মহিলা। মূলত সিএএ বিরোধী বিক্ষোভ সংগঠিত করা হয়েছে শাহিনবাগে।