নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : বাণিজ্য ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চটজলদি কোনও নতুন চুক্তি করতে আগ্রহী নয় ভারত। এই বিষয়ে মোদী সরকার ধীরে চলো নীতি নিয়ে চলতে যে আগ্রহী বৃহস্পতিবার তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার। এই ধরণের বাণিজ্যিক চুক্তি অনেক সুদূরপ্রসারী এবং বহু মানুষের উপর প্রভাব ফেলে দিয়ে যায়। ফলে বাণিজ্যিক চুক্তিতে নির্ধারিত সময়ে মধ্যে করাটা ঠিক নয় বলে জানিয়েছেন তিনি।
এদিন রবীশ কুমার বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে সঙ্গে বাণিজ্যে ভারসাম্যহীনতা নেই ভারতের। সেইটাই বড় চিন্তার। যদিও দুই দেশের মধ্যে বাণিজ্য বেড়ে চলেছে। দুই দেশের মধ্যে নিয়মিত আলোচনা হচ্ছে।
চটজলদি নতুন কোনও বাণিজ্য চুক্তি আমেরিকার সঙ্গে করতে চায় না ভারত। একে অন্যকে শক্তিশালী করার জন্য অঙ্গীকারবদ্ধ দুই দেশ। দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উল্লেখ করা যেতে পারে আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।