নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি. স.) : ভারতের কৃষিক্ষেত্রে কীটনাশকের প্রয়োগ নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন বিশিষ্ট কৃষিবিজ্ঞানী বিএল জালালি। মঙ্গলবার ভারতীয় কৃষি অনুসন্ধান সংস্থার (আইএআরআই) এক আলোচনায় তিনি এই মন্তব্য করেন।
অধ্যাপক জালালি বলেন, বিশ্বের উন্নত দেশগুলোয় কৃষিক্ষেত্রে যে পরিমাণ কীটনাশক ব্যবহৃত হয়, বারতে ব্যবহৃত হয় তার অনেকগুন বেশি। এর একটা মারাত্মক প্রভাব পড়ে। আমাদের দেশে চাষের কাজে কীটনাশক ‘মিসইউজড‘, ‘ওভারইউজড‘ এবং ‘ডিসইউজড‘। এই বিষয়ের সঙ্গে আবহাওয়ার পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন প্রভৃতির ওপর কৃষির চরিত্র বদলের দিকে নজর রাখতে হবে।
নবীন কৃষিবিজ্ঞানীদের উদ্দেশে জালালি বলেন, আপনারা জাতির ভবিষ্যৎ গঠনে অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারেন। তবে, সংখ্যার নিিখে নয়, গবেষণার মানের দিকে নজর দিতে হবে। ‘আউটপুট’ খুব ভাল। কিন্তু ‘আউটকাম’ কি সত্যি আশাপ্রদ? নিবিড়ভাবে তা খতিয়ে দেখতে হবে। গবেষণার ভিত্তি আরও গভীর হওয়া প্রয়োজন।
জালালি বলেন, আমার প্রায় ৪৫ বছরের অভিজ্ঞতায় দেখেছি ভারতের কৃষি গবেষণার মানোন্নয়ন হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক কাজ করেছে আইএআরআই। কিন্তু আমি চাই প্রতিষ্ঠানের প্রথম আই-তে সবাই ইন্ডিয়ার বদলে ইন্টারন্যাশনাল বুঝুক। আলোচনায় জালালি ছাড়া মঞ্চে ছিলেন প্রতিষ্ঠানের ডিন ডঃ রশ্মি আগরওয়াল এবং বরিষ্ঠ অধ্যাপক নীরা সিং। নয়াদিল্লির কেএস কৃষ্ণাণ মার্গে প্রতিষ্ঠানের পুশা ক্যাম্পাসে এ দিনের অনুষ্ঠান ছিল আইএআরআই-এর ৫৮-তম স্নাতকোত্তর পাঠ্যক্রম উপলক্ষে। আলোচনার শিরোনাম ছিল সিগনিফিক্যান্ট এডুকেশনাল অ্যাচিভমেন্ট‘।