চাঁদা আদায়কে কেন্দ্র করে শনিছড়ায় ধুন্দুমার, প্রতিবাদে অসম-ত্রিপুরা জাতীয় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ফেব্রুয়ারী৷৷ হরিনাম সংকীর্তনের চাঁদা তোলাকে কেন্দ্র করে সোমবার অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী উত্তর ত্রিপুরার শনিছড়ায় ঘটেছে ধুন্দুমার কাণ্ড৷ এ ঘটনায় এক অটোচালক আহত হয়ে বর্তমানে অসমের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং এক চাঁদা আদায়কারী শনিছড়া প্রাথমিক হাসপাতালে চিকিৎসাধীন৷ অপ্রত্যাশিত ঘটনার প্রতিবাদে স্থানীয় উত্তেজিত জনতা জাতীয় সড়কেন অবরোধ গড়ে তুলেন৷ তবে চোরাইবাড়ি থানার ওসি জয়ন্ত দাসের হস্তক্ষেপে প্রায় দেড়ঘণ্টা পর সড়ক অবরোধ মুক্ত হয়৷


ঘটনার বিবরণে প্রকাশ, আজ সোমবার সকালের দিকে উত্তর ত্রিপুরার চোরাইবাড়ি থানাধিন পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের খাদিমপাড়ার বাসিন্দা পেশায় অটোচালক বছর ২৫-এর আবদুল শুক্কুর তার অটোরিকশা নিয়ে চোরাইবাড়ি থেকে শনিছড়া যাচ্ছিলেন৷ এ সময়ে শনিছড়া বাজার সংলগ্ণ প্রাথমিক হাসপাতালের সামনে অসম-ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে এলাকার জয়নগর চাঁদপুর হরিনাম সংকীর্তন কমিটির সদস্যরা চাঁদা সংগ্রহ করছিলেন৷ তাঁরা আবদুল শুক্কুরের অটোরিকশা দাঁড় করিয়ে চাঁদা দাবি করেন৷ কিন্তু অটো চালক চাঁদা দিতে আপত্তি জানালে হরিনাম সংকীর্তন কমিটির সদস্যরা নাকি তাকে মারধর করেন৷ মারধরের খবর চাউর হতেই আবদুল শুক্কুরের আত্মীয় পরিজন ও তার গৃহগ্রাম খাদিমপাড়ার মানুষ দলে দলে জমায়েত হয়ে সংলগ্ণ আট নম্বর জাতীয় সড়কে অবরোধ গড়ে তুলেন৷


অবরোধকারীদের অভিযোগ, জয়নগর চাঁদপুর হরিনাম সংকীর্তন কমিটি সম্পূর্ণ বেআইনিভাবে জাতীয় সড়কে দাঁড়িয়ে চাঁদাবাজি করছেন৷ তাদের চাঁদাবাজির কারণে ওই সড়কে যাতায়াতকারী যানবহনের চালকেরা অতিষ্ঠ৷ কেউ চাঁদা দিতে অস্বীকার করলে তাদেরকে প্রহৃত হতে হচ্ছে হরিনাম সংকীর্তন কমিটির সদস্যদের হাতে৷ একইভাবে হামলার শিকার হয়েছেন অটো চালক আবদুল শুক্কুর৷ তাই এ ঘটনার সুবিচার চান প্রশাসনের কাছে৷ অবরোধকারীদের আরও দাবি, অতিসত্বর জাতীয় সড়কের উপর থেকে চাঁদার জুলুমবাজি বন্ধ করতে হবে, অটো চালক আবদুল শুক্কুরকে যে বা যারা মারধর করেছেন তাদেরকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে৷


পরে পুলিশের মধ্যস্থতায় আহত আবুদল শুক্কুরকে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়৷ ওসি জয়ন্ত দাসের অনুরোধে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে দেন স্থানীয়রা৷ তবে ঘটনার পরিপ্রেক্ষিতে চোরাইবাড়ি থানায় আবদুল শুকুরের পরিবারের তরফ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷
অন্যদিকে ঘটনা সম্পর্কে জয়নগর চাঁদপুর হরিনাম সংকীর্তন কমিটির সদস্যদের প্রতিক্রিয়া জানতে গেলে তাঁরা জানান, হরিনাম সংকীর্তন কমিটির সদস্যরা জাতীয় সড়কে দাঁড়িয়ে গাড়ি থেকে চাঁদা তুলছেন ঠিকই, তবে কোনও জুলুমবাজি করা হচ্ছে না৷

তাঁদের পাল্টা অভিযোগ, আজ সকালবেলা অটো চালক আবদুল শুক্কুর যখন অটো নিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন তাকে দাঁড় করিয়ে চাঁদা চাইলে সে চাঁদা দেবে না বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে৷ সে কমিটির এক সদস্য কৃষ্ণ দাস (২৮)-এর সঙ্গে বিনা প্ররোচনায় বচসায় লিপ্ত হয়৷ এক সময় সে-ই (আবদুল) কৃষ্ণ দাসের ওপর হামলাও চালিয়ে বলে৷ বর্তমানে কৃষ্ণ দাসও শনিছড়া প্রাথমিক হাসপাতালে চিকিৎসাধীন৷ পরে ঘটনার পরিপ্রেক্ষিতে অটো চালককে কমিটির অন্যরা গালমন্দ করলেও কেউ তার ওপর হাত তুলেননি৷ ঘটনাকে রং দিতে সে তিলকে তাল করে আহত হওয়ার নাটক করেছে, বলে কমিটির সদস্যরা৷