BRAKING NEWS

রাজ্যে ব্রু শরণার্থী পুনর্বাসন, প্রত্যেক পরিবারের হিসাব সংগ্রহের কাজ শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ ব্রু শরণার্থীদের ত্রিপুরায় পুনর্বাসনে চুক্তি হওয়ার সাথে সাথেই তাঁদের গণনার কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার৷ উত্তর ত্রিপুরা জেলায় ছয়টি শরণার্থী শিবিরে ব্রু-দের গণনার কাজ শুরু করেছে রাজস্ব দফতর৷এ-বিষয়ে ব্রু শরণার্থী সংগঠনের নেতা সাবিবুঙ্গা বলেন, গণনার কাজ সমাপ্ত হওয়ার পর ব্রু শরণার্থীদের ত্রিপুরায় স্থায়ীভাবে পুনর্বাসনে একটি কমিটি গঠন করা হবে৷ এদিকে, কাঞ্চনপুরের মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য জানিয়েছেন, ১৮ জানুয়ারি থেকে গণনার কাজ শুরু হয়েছে৷


প্রসঙ্গত, ১৯৯৭ সাল থেকে মিজোরামের ব্রু জনজাতির মানুষ ত্রিপুরায় শরণার্থীর জীবনযাপন করছেন৷ কাঞ্চনপুর এবং পানিসাগর মহকুমায় মোট ছয়টি শিবিরে তাঁরা আশ্রয় নিয়েছেন৷ দুই দশকেরও অধিক সময় ধরে ওই সমস্যার স্থায়ী কোনও সমাধান হচ্ছিল না৷ কারণ, একাধিকবার ব্রু শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তনে উদ্যোগ নেওয়া হয়েছে৷ কিন্ত প্রতিবার নানা জটিলতার কারণে শরণার্থী প্রত্যাবর্তন প্রক্রিয়া ভেস্তে গিয়েছে৷


অবশেষে গত ১৬ জানুয়ারি দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ব্রু শরণার্থীদের ত্রিপুরায় স্থায়ীভাবে পুনর্বাসনে চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ কারণ ত্রিপুরা সরকারই তাঁদের স্থায়ী পুনর্বাসনে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছিল৷ কেন্দ্রীয় ব্রু শরণার্থীদের পুনর্বাসনে ত্রিপুরা সরকারকে ৬০০ কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা দিয়েছে৷


কাঞ্চনপুরের মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য জানিয়েছেন, ব্রু শরণার্থীদের গণনা শেষ হতে আরও অন্তত ১০ দিন সময়ের প্রয়োজন৷ তিনি জানান, প্রত্যেক পরিবারে কতজন সদস্য রয়েছেন তাঁদের হিসাব সংগ্রহ করা হচ্ছে৷ রাজস্ব দফতর ওই হিসাব সংগ্রহ করছে, জানান মহকুমাশাসক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *