নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.) : সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু। দেশকে ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ করে প্রগতি ও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার এক শুভেচ্ছাবার্তায় উপ-রাষ্ট্রপতি জানিয়েছেন, পবিত্র নথি হচ্ছে ভারতের সংবিধান, যা নৈতিকতার পথে দিকনির্দেশ করে। সংবিধানের প্রতি আস্থা আরও দৃঢ় করার সময় এসেছে। স্বাধীনতা, একতা, ন্যায়ের আদর্শের উদযাপন গোটা দেশে হোক। যা এক সুমহান রাষ্ট্রের দিকে এগিয়ে নিয়ে যেতে দিক নির্দেশ করে চলে।
এদিন নিজের বার্তায় দেশবাসীকে সাংবিধানিক কর্তব্য ও দায়িত্ব এবং নির্বাচিত প্রতিনিধিদের দায়বদ্ধতার প্রতি দিক নির্দেশ করেন উপ-রাষ্ট্রপতি।