মুম্বই, ১৮ জানুয়ারি (হি.স.):মুম্বইয়ে আনা হল গাড়ি দুর্ঘটনায় আহত অভিনেত্রী শাবানা আজমিকে | শনিবার মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পরে অভিনেতা শাবানা আজমির গাড়ি| এদিন কাহলাপুরের কাছে অভিনেতার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে| দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী শাবানা আজমি এবং গাড়ির চালক| অভিনেত্রীর মাথা থেকে রক্তক্ষরণ হয়| অভিনেত্রীকে উদ্ধার করে পানভেল-এর এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে| আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী।ওই গাড়িতেই ছিলেন শাবানা আজমির স্বামী জাভেদ আখতার| তিনি সুরক্ষিত আছেন|
পুলিশ সূত্রের খবর, শনিবার মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের উপর থেকে যাচ্ছিল অভিনেত্রী শাবানা আজমির গাড়ি| পুণে থেকে মুম্বইয়ে ফিরছিলেন তাঁরা| বিকেল ৩.৩০ মিনিট নাগাদ কাহলাপুরের কাছে অভিনেতার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে| নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক অভিনেত্রীর গাড়িতে ধাক্কা মারে| গাড়িটির সামনের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে| দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী শাবানা আজমি ও গাড়ির চালক| অভিনেত্রীকে উদ্ধার করে পানভেল-এর এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে| টবি পরে তাঁকে মুম্বইয়ে আনা | দুর্ঘটনার সময় ওই গাড়িতে ছিলেন শাবানা আজমির স্বামী জাভেদ আখতার| তিনি সুরক্ষিত আছেন| কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
দুর্ঘটনা সম্পর্কে রায়গড়ের পুলিশ সুপার অনিল পরাস্কর বিশদে জানিয়েছেন, মুম্বই থেকে ৬০ কিলোমিটার দূরে খালাপুরের কাছে বিকেল সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দুমড়ে যাওয়া গাড়ি থেকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে শাবানাকে নবি মুম্বইয়ের এমজিএম হাসপাতালে। প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা চলছে তাঁর।
উল্লেখ্য, পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত শাবানা আজমি। পেয়েছেন পদ্মশ্রী পুরষ্কারও। ‘অঙ্কুর’, ‘অর্থ’, ‘মান্ডি’-র মতো ভিন্ন ধারার ছবিতে কিংবদন্তি অভিনেত্রীর অভিনয় আজও সিনে দুনিয়ার সম্পদ। শুক্রবারই জাভেদ আখতারের ৭৫তম জন্মদিন ছিল। সেই উপলক্ষ্যে আয়োজন ছিল বিলাসবহুল পার্টিরও। রেট্রো থিমের সেই পার্টিতে হাজির ছিলেন বিটাউনের চেনা পরিচিত অনেক তারকাই।

