BRAKING NEWS

বরখাস্ত হওয়া ডিএসপি দেবেন্দর সিংয়ের বিরুদ্ধে এনআইএ মামলা, চলছে জেরাও

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.) : স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে কাশ্মীরে ধৃত পুলিশ আধিকারিককে টানা জেরা করল এনআইএ। গত ১১ জানুয়ারি কাশ্মীরে ২ হিজবুল জঙ্গির সঙ্গে একই গাড়ি থেকে গ্রেফতার করা হয় ডিএসপি দেবেন্দর সিংকে। এনআইএ অস্ত্র আইন, বিস্ফোরক পদার্থ এবং বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) বিভিন্ন ধারায় মামলা করেছে। জেরায় জানা গিয়েছে প্রজাতন্ত্র দিবসের দিন দেশের বিভিন্ন অংশে নাশকতার পরিকল্পনা ছিল জঙ্গিদের। প্রজাতন্ত্র দিবসের দিন কেথায় নাশকতার পরিকল্পনা ছিল। তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।

একথা মাথায় রেখে টানা জেরা করা হচ্ছে দেবেন্দর ও দুই জঙ্গিকে। শ্রীনগর বিমানবন্দরে অ্যান্টি হাইজ্যাকিং ইউনিটের দায়িত্বে থাকা দেবেন্দর সিংয়ের সঙ্গে ধরা পড়ে হিজবুল জঙ্গি নাভেদ বাবু ও রফি আহমেদ। এরা দুজনেই পাগড়ি পরে ছিল। পুলিশ রাস্তায় গাড়ি আটকালে তাদের নিজের নিরাপত্তারক্ষী হিসেবে পরিচয় করিয়ে দেন দেবেন্দর। কিন্তু তাদের জেরা করতেই বেরিয়ে পড়ে আসল তথ্য। সূত্রের খবর, জেরায় দেবেন্দর স্বীকার করেছেন জঙ্গিপিছু ১২ লাখ টাকার বিনিময়ে তিনি তাদের কাশ্মীর থেকে বাইরে নিয়ে যাচ্ছিলেন। পুলিশের তল্লাশিতে ওই গাড়ি ও দেবেন্দরের গাড়ি থেকে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার হয়েছে। এখন শুধুমাত্র টাকা নাকি ওই ২ জঙ্গিকে উপত্যকার বাইরে আনা হচ্ছিল কিনা তা জানার চেষ্টা হচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, দেবেন্দরের বাড়ি ও অফিসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। শেষ তিন মাসে তাঁর ফোনের কল রেকর্ডও খতিয়ে দেখা হয়েছে। সেখানে কিছু সন্দেহজনক ফোন নম্বর পাওয়া গিয়েছে বলে খবর। এছাড়া দেবেন্দরের বাড়ির রেজিস্টার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সম্প্রতিক নথিও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *