নয়াদিল্লি ও কলকাতা, ৭ জানুয়ারি (হি.স.): সামান্য হলেও ফের বাড়ল পেট্রোলের দাম| মহার্ঘ্য ডিজেলও| মঙ্গলবার দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে ফের দামি হয়েছে পেট্রোল-ডিজেল| দিল্লি, কলকাতা, মুম্বই এবং চেন্নাইয়ে ০.৫ পয়সা করে বেড়েছে পেট্রোলের দাম| এছাড়াও দিল্লি, কলকাতা এবং চেন্নাইয়ে ০.১১ পয়সা করে বেড়েছে ডিজেলের মূল্য|
মুম্বইয়ে ০.১২ পয়সা বেড়েছে ডিজেলের দাম| দাম বাড়ার পর মঙ্গলবার দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম পৌঁছেছে ৭৫.৭৪ টাকা, কলকাতায় ৭৮.৩৩ টাকা, মুম্বইয়ে ৮১.৩৩ টাকা এবং চেন্নাইয়ে ৭৮.৬৯ টাকা| দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে ডিজেলের বর্ধিত দাম যথাক্রমে-৬৮.৭৯ টাকা, ৭১.১৫ টাকা, ৭২.১৪ টাকা এবং ৭২.৬৯ টাকা|