অমরপুরে বিধবংসী আগুনে পুড়ে ছাই দোকান, ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, অমরপুর, ৪ জানুয়ারি৷৷ বিধবংসী অগ্ণিকাণ্ডে পুড়ে ছাই একটি দোকান৷ ঘটনা অমরপুর মহকুমার বুরবুরিয়া এলাহাবাজারে৷ ঘটনার ক্ষয়ক্ষতি আনুমাণিক ৪ লক্ষ টাকা হবে বলে জানা যায়৷ ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাত অর্থাৎ শুক্রবার রাত আনুমানিক ৯.৩০টা ১০টা নাগাদ হঠাৎই দোকানে আগুন দেখতে পায় এলাকাবাসী৷


খবর দেওয়া হয় দোকান মানিক উৎপল দেববর্মাকে৷ ছুটে আসে দোকান মানিক উনার চিৎকারে এলাকার অন্যান্য লোকেরা ছুটে এসে পুকুরের জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় এলকাবাসী পরবর্তী সময় খবর দেওয়া হয় দমকল বাহিনীকে৷ দমকল বাহিনী যাওয়ার আগেই আগুন আরো দ্রুত গতিতে ছড়িয়ে পরে পুরো দোকানে৷


দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷ দোকানে কম্পিউটার জেরক্স প্রিন্টার সহ রাবার সিট এবং মুদি জিনিস এবং কসমেটিক্স মাল ছিলো৷ প্রায় ৪ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয় বলে জানান দোকানমালিক৷ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বিধায়ক রঞ্জিত দাস এবং ভারপ্রাপ্ত এসডিএম রতন ভৌমিক৷ সররকারি সাহায্যের আশ্বাস দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *