BRAKING NEWS

শিশুবিহার সুকলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর ৷৷ রাজ্যের অন্যতম বনেদি সুকল শিশুবিহার দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে সোমবার শিক্ষক অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সচিব হিতকামানন্দজী মহারাজ, বিধায়ক সুরজিৎ দত্ত, বিধায়ক ড. দিলীপ দাস, মেয়র ইন কাউন্সিল ফুলন ভট্টাচার্য সহ অন্যান্যরা৷

শিশুবিহার দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ডঃ দিলীপ দাস ছেলেমেয়েদের দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হয়ে উঠার আহ্বান জানান৷ তিনি বলেন, প্রত্যেক শিশুই মেধা নিয়ে জন্ম গ্রহণ করে৷ তাদের মেধার বিকাশ ঘটাতে হয়৷ মেধার বিকাশ ঘটানোর প্রকৃত স্থান হল বিদ্যালয়৷ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা কলি গুলিকে বিকশিত করে সুন্দর ফুলে পরিণত করেন৷

এজন্য শিক্ষক-শিক্ষিকাদেরকেও আরও দায়িত্বশীল হতে আহ্বান জানিয়েছেন বিধায়ক ড. দিলীপ দাস৷ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, আত্মকেন্দ্রিক হলে চলবে না৷ দেশ ও সমাজের জন্য নিবেদিত প্রাণ হতে হবে৷ অনুষ্ঠানে কচিকাচা ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন সম্মানিত অতিথিরা৷ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *