নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া/ চড়িলাম, ২৯ ডিসেম্বর৷৷ আবারও জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের৷ মৃত যুবকের নাম শ্যামল সাহা, ঘটনা রবিবার বিকাল ৪ টা নাগাদ৷ সংবাদে জানা যায়, টিআর-০১কিউ-১৯০৬ নম্বরের একটি ট্রিপার লরি তেলিয়ামুড়া থেকে আগরতলার দিকে যাচ্ছিল৷ যাওয়ার পথে টিআর-০৬বি- ৭৪৮৮ নম্বরের একটি পালসার মোটর বাইক বিপরীত দিক থেকে আসছিল৷ আচমকাই বাইক আর লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অর্থাৎ কড়ইলং এর জাতীয় সড়কে মৃত্যু হয় শ্যামল সাহা নামে যুবকের৷

জানা যায় মৃত যুবক পেশায় গাড়ির চালক৷ পরে পথচারীরা প্রত্যক্ষ করে মৃত শ্যামলকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পৌঁছায়৷ ঘটনার খবর পেয়ে তেলিয়ামড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়৷ সোমবার মৃত যুবকের ময়না তদন্তের পর পুলিশ মৃতদেহটি তার আত্মীয় পরিজনদের হাতে তুলে দেবে৷ এদিকে মৃত যুবক শ্যামলের একটি পুত্র ও কন্যা সন্তান রয়েছে৷ তবে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে৷
ব্রজপুর এলাকায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় এক যুবকের৷তার নাম শুভংকর দাস৷ বাড়ি দক্ষিণ ব্রজপুর কানাই বাড়ি৷ ঘটনাটি ঘটে শনিবার রাত আনুমানিক এগারোটায়৷
বিশালগড় থেকে বাড়ি ফেরার পথে বিশালগড় থানাধীন দক্ষিণ ব্রজপুর এলাকায় দুটো বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক চালক মাটিতে লুটিয়ে পড়ে৷আহত বাইক চালকদের উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বাইক চালক শুভংকরের অবস্থা বেগতিক দেখে তাকে জিবিপি হাসপাতালে রেফার করে দেয়৷জিবি হাসপাতালে তার মৃত্যু হয়েছে৷তবে বিশালগড় থানায় একটি দুর্ঘটনার মামলা ঋজু হয়েছে৷তার মৃত্যুর খবর পেয়ে গোটা কানাইবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে আসে৷

