BRAKING NEWS

সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক রং বিচার করে না রাজ্য সরকার : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ রাজ্য সরকার ইতোমধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরাঞ্চলে ঘর প্রদানে বিভিন্ন প্যারামিটারের নিরিখে ১০০ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জন করেছে এবং গ্রামাঞ্চলেও একই দিশাতে কাজ চলছে৷২০২০ সালের মধ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সকল পরিবারে ঘর পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন৷ এই লক্ষ্য পূরণের ক্ষেত্রে সুবিধা প্রদানের জন্য কোন রাজনৈতিক রঙ বিচার করছে না রাজ্য সরকার- সকলকে ঘর প্রদান করা হচ্ছে৷ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা কিভাবে রাজ্যের জনগণের কাছে পৌঁছে দেওয়া যায় সেই দিশাতেই কাজ করছে রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ দক্ষিণ ত্রিপুরা জেলার অন্তর্গত শান্তির বাজার মহকুমায় জোলাইবাড়ির বিভিন্ন অঞ্চল পরিদর্শন শেষে এ কথা বলেছেন৷


সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় শ্রী দেব উল্লেখ করেছেন, দীর্ঘ ২০-২৫ বছর যাবৎ গ্রামাঞ্চলে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড থমকে ছিল এবং সাধারণ মানুষ সরকারী সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিল৷ তবে, নতুন সরকার উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে চলেছে এবং রাজ্যজুড়ে চলছে উন্নয়ন কর্মকান্ড৷জোলাইবাড়িতে সফরের সময় মাননীয় মুখ্যমন্ত্রী সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ নারদপাড়া হ্রদে মৎস্য প্রকল্প তৈরির উপর জোর দিয়েছেন৷পঞ্চদশ অর্থ কমিশনে রাজ্য সরকার প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে মৎস প্রকল্পে যাতে রাজ্য মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়৷


নারদপাড়া হ্রদটি মৎস্য প্রকল্পের জন্য সমবায় মাধ্যমে ব্যবহার করা যেতে পারে – এটি কেবল স্থানীয় পরিবারগুলিতে আয় রোজগারই করবে না, পাশাপাশি মাছের উতাদনও বাড়িয়ে তুলবে, শ্রী দেব বলেছেন৷প্রায় দুই বছর আগে রহস্যজনক অবস্থায় সুপ্রিয়া মগের মৃতদেহ পাওয়া গিয়েছিল বাইখোরার একটি হোস্টেল থেকে৷ সুপ্রিয়ার মৃত্যু এখনো রহস্য হয়ে আছে গোটা দক্ষিণ জেলা জুড়ে৷


মুখ্যমন্ত্রী রবিবার স্থানীয় বিধায়ক শঙ্কর রায়কে সাথে নিয়ে বিরমন্তপাড়ায় সুপ্রিয়া মগের পরিবারের সাথে দেখা করেন৷ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য তৃতীয় বারের মতো তদন্তের জন্য বলা হয়েছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷জোলাইবাড়ি সফরকালে, মুখ্যমন্ত্রী জনগণ কর্তৃক উত্থাপিত বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং এগুলি দ্রুত সমাধানের আশ্বাস দেন৷ গ্রামবাসীরা বিশেষত সার্বজনীন অসুবিধার কথাই তুলে ধরেছেন যেমন রাস্তা-ঘাট নির্মাণ, সংস্কার, পানীয় জলের সুবিধা, বিদ্যুৎ সংযোগ এবং প্রধান মন্ত্রী আবাস যোজনায় ঘর প্রদান৷
ঐ অঞ্চলে যাতায়াতের সুবিধার জন্য একটি ব্রিজ নির্মাণ জনগণের দীর্ঘদিনের দাবি৷ এই দাবি পূরণেও আশ্বাস প্রদান করেন তিনি৷ পাশাপাশি, প্রধানমন্ত্রী সড়ক যোজনার আওতায় রাস্তা সংস্কার যেন দ্রুত হয় এবিষয়েও আশ্বাস দিয়েছেন তিনি৷ রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে খুবই আনন্দিত হয়েছেন জোলাইবাড়ির জনগণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *