নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে আগুন। সোমবার সন্ধ্যে ৭টা ২৫ মিনিট নাগাদ দিল্লির ৭ লোককল্যাণ মার্গে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে খবর যায় দমকলে। প্রধানমন্ত্রীর বাসভবন থেকেই দিল্লির দমকল দফতরে ফোন করা হয়। তারপরই দমকলের ৯টি ইঞ্জিন দ্রুত ৭ নম্বর লোককল্যাণ মার্গে যায়। পরে আরও বেশ কয়েকটি ইঞ্জিন পাঠানো হয়। পাঠানো হয় অ্যাম্বুল্যান্সও। বাড়ানো হয় পুলিশকর্মীর সংখ্যা। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে, কিছুক্ষণ পরই প্রধানমন্ত্রীর দফতরের তরফে টুইট করে জানানো হয়, ভয়াবহ নয়, সামান্য আগুন। তা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের ভিতরে বা নরেন্দ্র মোদীর অফিসে লাগেনি। লেগেছে লোক কল্যাণ মার্গে এসপিজি আধিকারিকদের ঘরের সামনে। দমকলের কিছুক্ষণের চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে।
প্রাথমিকভাবে জানা যায়, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের জেনারেটার থেকে শর্ট সার্কিটের জন্য আগুন লাগে। কীভাবে আগুন লাগল তা সরকারিভাবে জানানো হয়নি। খোদ প্রধানমন্ত্রীর বাড়ির সামনে আগুন লাগায় দিল্লিতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। রীতিমতো উদ্বেগে রাজনৈতিক মহল। তবে, এখনও পর্যন্ত যা খবর তাতে আগুন ছড়িয়ে পড়ার আর কোনও সম্ভাবনা নেই। দমকল ও প্রশাসনের তরফে উপযুক্ত ব্যবস্থাও করা হয়েছে। তাছাড়া, প্রধানমন্ত্রীর বাড়ির পুরোপুরি অগ্নিনির্বাপক ব্যবস্থাও সর্বোচ্চ মানের।