বেঙ্গালুরু, ৩০ ডিসেম্বর (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী আইনকে মানবিক পদক্ষেপ বলে অভিহিত করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।
সোমবার বেঙ্গালুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, সিএএ হচ্ছে মানবিক আইন। যে সকল সংখ্যালঘু ধর্মের কারণে বিতাড়িত হয়ে ভারতে এসেছে। তাদের পুনরায় জীবন দান করবে এই আইন। ১৩০ কোটির ভারত থেকে কাউকে বিতাড়িত হতে হবে না। কংগ্রেস এবং বামপন্থীরা অযথা সাধারণ মানুষের মনের মধ্যে ভয় তৈরি করছে। সিএএ নিয়ে সংসদে যখন আলোচনা চলছিল তখন কেউ ভীত হয়নি। এই আইন নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া নয় দেওয়ার জন্য। ইতিমধ্যে ৬০০ জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ করা যেতে পারে সংসদের উভয় কক্ষে পাশ হওয়ার পর আইনে পরিণত হয় সংশোধনী নাগরিকত্ব আইন। এরপর থেকে নিন্দায় সরব হয় কংগ্রেস, সমাজবাদী পার্টি মতো দলগুলি।