নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরকে স্মার্ট সিটিতে পরিণত করার অন্তরালে শহর আগরতলার বিভিন্ন স্থানে রাস্তার পাশের গাছপালা গণহারে কেটে সাফ করার ঘটনায় জনমনে তীব্র ক্ষোভ ধুমায়িত হচ্ছে৷ তাতে পরিবেশ সুরক্ষা নিয়েও দুশ্চিন্তা বাড়ছে৷ রবিবার কর্নেল চৌমুহনী থেকে উত্তর গেইটের রাস্তায় হরোধন সংঘ সংলগ্ণ এলাকায় বেশ কয়েকটি সংঘ সংলগ্ণ এলাকায় বেশ কয়েকটি বড় মাপের গাছ কেটে ফেলা হয়েছে৷
স্মার্ট সিটির নামে গাছ কেটে সাফ করার ঘটনা রীতিমতো উদ্বেগজনক৷ রাজ্য সরকার কোষাগারে টাকা খরচ করে একদিকে বনজ সম্পদ রক্ষার আহ্বান জানাচ্ছে অন্যদিকে সরকারী উদ্যোগেই গাছ কেটে বিপরীতমুখী কাজকর্ম চালিয়ে যাওয়া হচ্ছে৷ ফায়ারসার্ভিস চৌমুহনী থেকে বর্ডার গোলচক্কর পর্যন্ত রাস্তার দুপাশের গাঠ কাটার পাশাপাশি কর্নেলচৌমুহনী থেকে উত্তর গেইট যাবার রাস্তায় দুপাশের গাঠ কাটার কাজও শুরু করেছ বন দপ্তর৷ তাতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে বন দপ্তরের কর্মীরী জানান, স্মার্ট সিটির কাজ ত্বরান্বিত করার জন্যই গাছগুলি কাটার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ সরকারী নির্দেশেই তারা গাছ কাটছে৷
গাঠ কাঁটা নিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয় জনগণ৷ তাদের মতে পরিবেশ সুরক্ষায় এসব গাছ খুবই গুরুত্বপূর্ণ৷ স্মার্ট সিটির জন্য রাস্তা প্রশস্থ ও ড্রেন তৈরির অজুহাতে এসব গাছ কাটা তারা কোনভাবেই মেনে নিতে পারছেন না৷ গাছ কাটার ফলে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়তে পারে বলেও তারা আশঙ্কা ব্যক্ত করেছেন৷ রাজধানী আগরতলা শহরকে স্মার্টসিটির আওতায় আনা হয়েছে৷ এজন্য কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত টাকাও বরাদ্দ করেছে৷ স্মার্ট সিটির শর্ত পূরন করতে রাস্তাঘাট প্রশস্থ করা, কভার্ড ড্রেন নির্মাণ সহ অন্যান্য বেশকিছু কাজ রয়েছে৷ সে কারণেই গাছ কাটা অতি আবশ্যক হয়ে উঠেছে৷