BRAKING NEWS

পারদ-পতনে রেকর্ড, দিল্লির তাপমাত্রা নামল ২.৪ ডিগ্রিতে

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ে চলেছে দিল্লির আবহাওয়া| হু হু করে নামছে তাপমাত্রা পারদ| প্রবল ঠাণ্ডায় কাঁপছে রাজধানী দিল্লি| শনিবার সকালে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ পৌঁছে গিয়েছে ২.৪ ডিগ্রি সেলসিয়াসে| এখনও পর্যন্ত মরশুমের শীতলতম দিন| ঠাণ্ডার সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে কুশায়ার দাপটও| কুয়াশার কারণে এদিন সকলে গন্তব্যে দেরিতে পৌঁছেছে উত্তর ভারতমুখী ২৪টি ট্রেন| উড়ান পরিষেবাও বিঘ্নিত হয়েছে| দৃশ্যমানতার অভাবে দিল্লি বিমানবন্দর থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে চারটি বিমান|

কনকনে শীতের পরিবেশেও দূষণ থেকে মুক্তি নেই রাজধানীর মানুষজনের| শনিবার সকালেও রাজধানীর বাতাস ছিল দূষিত| ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, শনিবার সকাল ৬.৩০ মিনিট নাগাদ দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২.৪ ডিগ্রি সেলসিয়াস| এরপর সকাল আটটা নাগাদ দিল্লির সফদরজঙ এনক্লেভে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২.৪ ডিগ্রি সেলসিয়াস, পালমে ৩.১ ডিগ্রি, লোধি রোডে ১.৭ ডিগ্রি এবং আয়া নগরে ১.৯ ডিগ্রি| আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, দিল্লিতে আপাতত বজায় থাকবে শৈত্যপ্রবাহ|

প্রবল ঠাণ্ডা সত্ত্বেও, দিল্লির বাতাস এখনও দূষিতই| কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ন’টা নাগাদ সমগ্র দিল্লিতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৫১ (পিএম১০), ৩৮৫ (পিএম২.৫), যা খুবই খারাপ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *