নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.) : দেশ এবং গোটা বিশ্বের জন্য জাতির জনক মহাত্মা গান্ধীর আদর্শ ও পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়া প্রত্যেকের সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে বলে জানিয়েছেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।
শনিবার সংসদ চত্বরে রাজ্যসভার জন্য ২০২০ সালের নতুন ক্যালন্ডারের উদ্বোধন করে উপ-রাষ্ট্রপতি জানিয়েছেন, এবারের ক্যালেন্ডার মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মজয়ন্তীর জন্য উৎসর্গকৃত। এবারের ক্যালেন্ডারে গান্ধীজির আদর্শ, বাণীর উদ্ধৃতি ফুটিয়ে তোলা হয়েছে। গান্ধীজির সত্য ও অহিংসার দর্শন অন্যান্য নেতাদের থেকে তাঁকে আলাদা পরিচিত প্রদান করে। স্বাধীনতার জন্য গান্ধীজি দেশবাসীকে অনুপ্রাণিত করেছিলেন এবং গোটা বিশ্বে বহু মানুষের অনুপ্রেরণার উৎস ছিলেন। গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহু জনকল্যাণমুখী প্রকল্প গ্রহণ করেছেন।
মহাত্মা গান্ধীর মহিমা ব্যক্ত করতে গিয়ে বেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন, বহুমুখী প্রতিভার অধিকারি হওয়ার পাশাপাশি দূরদর্শী নেতা ছিলেন। তাঁর মধ্যে সত্য, অহিংসা, শান্তি, সদ্ভাবনার ছিল। গান্ধীজির আদর্শও যে সর্বকালীন ছিল, তাও মনে করিয়ে দিয়েছিলেন তিনি।