নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ পুরাতন রাজভবনের দরবার হলে ‘গান্ধী কথা’ অনুষ্ঠান আয়োজিত হয়৷ রাজভবনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যপাল রমেশ বৈস এবং গান্ধীয়ান ফোরাম অব এথিক্যাল কর্পোরেট গভর্নেন্সের প্রধান ড. সুুভানা রাধাকৃষ্ণা উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে ড. রাধাকৃষ্ণা জাতির জনকের নীতি, আদর্শ, চিন্তাভাবনা এবং কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন৷
তিনি বলেন, মহাত্মা গান্ধী ভারতে জন্মগ্রহণ করলেও সারা বিশ্বের মানুষ তাঁকে মরণ করেন এবং তাঁর বাণী ও জীবনশৈলী অনুসরণ করেন৷ তিনি বলেন, সারা বিশ্ব মহাত্মা গান্ধীকে এক মহান ব্যক্তি হিসেবে মরণ করে থাকে৷ গান্ধীজি ছিলেন অহিংসার পূজারি৷ অহিংসার মাধ্যমে তিনি সত্যাগ্রহের পথ দেখিয়েছিলেন৷ গান্ধীজির মূল উদ্দেশ্য ছিলো সত্যের প্রতিষ্ঠা করা৷ মহাত্মা গান্ধী তাঁর লক্ষ্যে পৌঁছানোর জন্য অহিংসাকে পাথেয় করেছিলেন৷ ড. রাধাকৃষ্ণা বলেন, গান্ধীজি মহিলাদের ক্ষমতায়নের জন্য কাজ করে গেছেন৷ তাঁর বাণী এবং জীবনাদর্শকে সমাজে প্রসার করার জন্য সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে৷
অনুষ্ঠানে রাজ্যপাল রমেশ বৈস ড. সুুভানা রাধাকৃষ্ণাকে এবং তার স্বামী রবি চোপড়াকে রিসা, চাদর পরিয়ে এবং ত্রিপুরেশ্বরী মন্দিরের রেপ্লিকা দিয়ে সংবর্ধনা জানান৷ অনুষ্ঠানে মুখ্যসচিব মনোজ কুমার, রাজ্যপালের প্রধান সচিব এস আর কুমার প্রমুখ উপস্থিত ছিলেন৷ এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীগণ উপস্থিত ছিলেন৷ শুরুতে ভজন পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী পৌলমী রায়৷ অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পী তিথি দেববর্মণ এবং সুুশোভন ভট্টাচার্য ও তার দলের শিল্পীরা সংগীত পরিবেশন করেন৷