গুয়াহাটি, ২৫ ডিসেম্বর (হি.স.) : সরকার-বিরোধী আন্দোলন এবং রাজনৈতিক কার্যকলাপে জড়িত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ মুহূর্তে সমগ্ৰ রাজ্যের পাশাপাশি দেশজুড়ে ‘নাগরিকত্ব (সংশোধনী) আইন (সিএএ)-এর বিরুদ্ধে প্ৰবল প্ৰতিবাদের ঢেউ উঠেছে। সিএএ-বিরোধী আন্দোলনে অসমের কতিপয় সরকারি শিক্ষক জড়িত হয়েছেন বলে অভিযোগ তুলে অসম প্ৰাথমিক শিক্ষা অধিকরণ এক নিৰ্দেশনা জারি করেছে।
রাজ্যের প্ৰত্যেক জেলা শিক্ষা আধিকারিকের কাছে অসম প্ৰাথমিক শিক্ষা অধিকর্তা নিৰ্দেশনা জারি করে বলেছেন, সাম্প্রতিককালের বহুল প্ৰচলিত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্ৰাম ইত্যাদি সোশাল মিডিয়ায় যে সকল বিভাগীয় নিয়মিত অথবা ঠিকাভিত্তিক সরকারি কৰ্মচারী রাজনৈতিক কাৰ্যকলাপ এবং গতিবিধির সঙ্গে জড়িত হয়েছেন, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় অনুশাসনমূলক ব্যবস্থা গ্ৰহণ করা হবে।
বিজ্ঞপ্তিটি এ-রকম, ‘রাজনৈতিক কাৰ্যকলাপের সঙ্গে জড়িত হয়ে অসম পরিষেবা বিধি, ১৯৬৪-এর নিয়ম ভঙ্গের অভিযোগ এনে এ-ধরনের কৰ্মচারী তথা শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। জেলা শিক্ষা আধিকারিকদের নিজ নিজ জেলার অন্তৰ্গত ব্লক প্ৰাথমিক শিক্ষা আধিকারিক, সহকারী পরিদৰ্শক এবং উপ-পরিদৰ্শকদের কাছেও এই নিৰ্দেশনা প্ৰেরণের ব্যবস্থা করা হোক।’ ইতিমধ্যে ‘সিএএ’ বিরোধী গণ-সংগ্ৰামে সাধারণ জনতার সঙ্গে সামানভাবে ঝাঁপানো সরকারি কৰ্মচারী এবং শিক্ষকরা বিষয়টি কীভাবে গ্ৰহণ করেন তা লক্ষণীয় হবে।