নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ উত্তর জেলার চুড়াইবাড়ি এবং কদমতলা থানা এলাকার বিভিন্ন জায়গায় গণহারে আগর গাছ চুরির ঘটনা ঘটছে৷ প্রতিটি চুরির ঘটনার ব্যাপারে থানায় লিখিত এফআইআর জানানো হলেও পুলিশ চোর চক্রের পান্ডাদের জালে তুলতে ব্যর্থ হচ্ছে৷ এতে স্থানীয় বাসিন্দা তথা আগর চাষীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে৷
সংবাদে প্রকাশ, কদমতলা-কুর্তি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রতিটি বাড়িতে কমপক্ষে দুটি করে আগর গাছ রয়েছে৷ আগর গাছ মূল্যবান হওয়ায় তা থেকে ভবিষ্যতে উপার্যনের একটা স্থায়ী বন্দোবস্ত হবে৷ এই আশাতে প্রতিটি বাড়িতেই দুটি করে আগর গাছ লাগিয়েছেন স্থানীয়রা৷ যদিও পূর্বে আগর গাছ বাড়িতে লাগানো অবৈধ ছিল৷ বিজেপি জোট সরকার গঠিত হওয়ার পর আগর গাছ বাড়িতে লাগানো বৈধ বলে ঘোষণা দেয়৷
এরপরই স্থানীয় বাসিন্দারা বাড়িতে আগর গাছ লাগান৷ চুড়াইবাড়ি থানার অধীন ফুলবাড়ি এলাকার বসিন্দা আলোপ শঙ্কর নাথ বাড়িতে আগর গাছ লাগিয়েছিলেন৷ তার বাড়ির পাঁচটি গাছ চুরি করে নিয়ে যায় দুসৃকতিরা৷ দুই দফায় তার আগর গাছ চুরি হয়েছে৷ এই ব্যাপারে চুড়াইবাড়ি থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন৷ কিন্তু, কোন ফল মিলেনি৷ তারপর তিনি আবার আগর গাছ রোপন করেন৷ আবারও এই গাছগুলি চোরের দল নিয়ে যায়৷ তিনি পুনরায় চুড়াইবাড়ি থানায় এফআইআর করেন৷ চুড়াইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস জানিয়েছেন, তিনি নিজে এই ব্যাপারে তথ্য তল্লাসী করবেন৷