দুবাই, ২৪ ডিসেম্বর (হি.স.) : আন্তর্জাতিক ক্রিকেট নিয়মায়ক সংস্থা আইসিসির প্রকাশিত টেস্টে সেরা ব্যাটসম্যানেদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। মঙ্গলবার প্রকাশিত এই তালিকায় তিন ধাপ উপরে উঠে ছয় নম্বর স্থানে উঠে এসেছেন পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজম।
৯২৮ পয়েন্ট নিয়ে টেস্টে এক নম্বরে নিজের দখলে রাখলেন বিরাট কোহলি৷ প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথ ৯১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন৷ নিউজিল্যান্ড ক্যাপ্টেন কেন উইলিয়ামসন রয়েছেন তিন নম্বরে৷ তাঁর পয়েন্ট ৮৬৪৷ চার ও পাঁচ নম্বরে রয়েছেন যথাক্রমে ভারতের চেতেশ্বর পূজারা (৭৯১) ও অস্ট্রেলিয়ার মার্কাস লাবুশানে (৭৮৬)৷ ঘরের মাঠে সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি সেঞ্চুরি করে তিন ধাপ এগিয়েছেন বাবর আজম৷ এর ফলে ৭৬৭ রেটিং পয়েন্ট নিয়ে ছ’ নম্বরে উঠে এসেছেন পাক ব্যাটসম্যান৷ কেরিয়ারে এটাই সেরা টেস্ট ব়্যাংকিং বাবরের ৷ ৭৫৯ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ পিছিয়ে সাত নম্বরে রয়েছেন বিরাট কোহলির ডেপুটি রাহানে৷ আট নম্বরে রয়েছেন ডেভিড ওয়ার্নার৷ বাঁ-হাতি অজি ওপেনারের রেটিং পয়েন্ট ৭৫৫৷ নয় ও দশ নম্বরে রয়েছে যথাক্রমে জো রুট (৭৫২) এবং রস টেলর (৭১৪) ৷ বোলারদের মধ্যে এক নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার ভাইস-ক্যাপ্টেন প্যাট কামিন্স৷ অজি পেসারের রেটিং পয়েন্ট ৮৯৮৷ দ্বিতীয় স্থানে রয়েছেন কাগিসো রাবাদা (৮৩৯) তিন, চার ও পাঁচ নম্বরে রয়েছেন যথাক্রমে নেল ওয়াগনার (৮৩৪), জেসন হোল্ডার (৮৩০) ও মিচেল স্টার্ক (৮০৬)৷ ভারতের নম্বর ওয়ান পেসার জসপ্রীত বুমরাহ রয়েছেন ছ’ নম্বরে৷ অগস্টে শেষ টেস্ট খেলা বুমরাহ ৭৯৪ রেটিং পয়েন্ট নিয়ে ছ’ নম্বর জায়গা ধরে রেখেছেন৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে দুইটি সেঞ্চুরির সৌজন্যে ব্যাটসম্যানেদের তালিকায় ছয় নম্বরে উঠে এসেছেন বাবর আজম।