নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.) : ২৫ ডিসেম্বর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজয়েপীর জন্মদিনে দেশের সাত রাজ্যে কার্যকর করা হবে অটল জল যোজনা। এর ফলে উপকৃত হবে ৮৩৫০ গ্রামের বাসিন্দারা। প্রকল্প খরচ হবে ছয় হাজার কোটি টাকা। এর মধ্যে তিন হাজার কোটি টাকা দেবে বিশ্বব্যাঙ্ক। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভরেকর জানিয়েছেন, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ীর জন্মদিনে অটল জল এবং টানেল প্রকল্পের সূচনা করা হবে। দেশের ৬২ শতাংশ সেচের কাজ ভূগর্ভস্থ জল দিয়ে হয়। গ্রামীণ অঞ্চলের ৮৫ শতাংশ পানীয় জলের উৎস হচ্ছে ভূগর্ভস্থ। জলের সঠিক ব্যবহার। জল সরবরাহের ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ব্যবস্থাপনার বৃদ্ধি করার লক্ষ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্প কার্যকর করার জন্য মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটকের সাতটি রাজ্যের ৮৩৫০ গ্রামকে চিহ্নিত করা হয়েছে। এই গ্রামগুলির কৃষক এবং সাধারণ মানুষদের নিয়ে কাজ করা হবে। এছাড়াও মানালি থেকে লেহ পর্যন্ত যে ট্যানেল গড়া হবে সেটির নাম অটল ট্যানেল করা হয়েছে।