নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): বছরের শেষ মাসে ঠাণ্ডার কামড় বেশ ভালোই টের পাচ্ছেন রাজধানীর মানুষজন| ঠাণ্ডার পাশাপাশি কুয়াশার দাপটও রয়েছে দিল্লিতে| শুধুমাত্র দিল্লি নয়, গোটা উত্তর ভারতজুড়ে অব্যাহত রয়েছে শীতের কামড়| মঙ্গলবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৭ ডিগ্রি সেলসিয়াস| তাপমাত্রার পারদ কমায়, শীত ভালোই অনুভূত হচ্ছে রাজধানীতে| দিল্লির আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহে জাঁকিয়ে ঠাণ্ডা বজায় থাকবে রাজধানী দিল্লি-সহ গোটা উত্তর ভারত জুড়ে|
আবহবিদরা জানিয়েছেন, মঙ্গলবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৭ ডিগ্রি সেলসিয়াস| এদিন সকাল ৮.৩০ মিনিট নাগাদ বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ| দিল্লির পাশাপাশি এই মুহূর্তে ঠাণ্ডায় কাঁপছে উত্তর প্রদেশের রাজধানী লখনউ-সহ গোরক্ষপুর, ফৈজাবাদ, কানপুর, বরেলি এবং আগ্রা, সর্বত্রই শীতের পরশ| ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা তলানিতে ঠেকে যাওয়ায় এদিন গন্তব্যে সঠিক সময়ে পৌঁছতে পারেনি উত্তর ভারতমুখী ১৬টি দূরপাল্লার ট্রেন| ১-৬ ঘন্টা দেরিতে চলেছে অধিকাংশ ট্রেন| শুধুমাত্র চেন্নাই নিজামউদ্দিন দূরন্ত এক্সপ্রেস ৬ ঘন্টারও বেশি সময় দেরিতে চলেছে|