BRAKING NEWS

তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের শহরে ঢোকার অনুমতি নেই : পুলিশ প্রধান

লখনউ, ২২ ডিসেম্বর (হি.স.) : তৃণমূলের প্রতিনিধি দলকে ঢুকতে দেওয়া হবে না লখনউতে। রবিবার ওই তৃণমূল নেতারা পৌঁছনোর আগেই একথা জানিয়ে দেয় লখনউ পুলিশ। উল্লেখ্য, এদিন উত্তরপ্রদেশে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা তৃণমূলের ওই প্রতিনিধি দলের।

উত্তরপ্রদেশ পুলিশের ডিজিপি ওপি সিং জানান, আমরা খবর পেয়েছি যে তৃণমূল কংগ্রেসের কিছু রাজনৈতিক নেতা লখনউতে আসতে চান। আমরা এমন পরিস্থিতিতে তাদের অনুমতি দেব না। কেন না এখানে ১৪৪ ধারা প্রযোজ্য রয়েছে। তাই সেখানে ঢুকতে পারবেন না নেতারা। এদিন তৃণমূল নেতা দীনেশ ত্রিবেদীর নেতৃত্বে চারজনের প্রতিনিধি দলের যাওয়ার কথা সেখানে। প্রতিনিধি দলে দীনেশ ত্রিবেদী ছাড়াও থাকবেন প্রতিমা মণ্ডল, নাদিমুল হক, আবির বিশ্বাস। উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় নাগরিকত্ব আইনের প্রতিবাদে আগুন জ্বলছে। এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। উত্তরপ্রদেশের গোরক্ষপুর, দেওবন্দ, মুজফফরনগর, হাপুর, সামলি, প্রয়াগরাজ, বুলন্দশহর, মিরাট সহ বেশ কয়েকটি জায়গার পরিস্থিতি এখনও যথেষ্টই উত্তপ্ত। একাধিক শহরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। শহর ছাড়িয়ে অলি-গলিতেও পুলিশের কড়া নজরদারি। এছাড়াও ফিরোজাবাদ এলাকায় বেশ কিছু পুলিশ মোতায়েন করা রয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় তার জন্য বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবাও। সামলি, হাপুর, এবং মুজাফফারনগর এলাকার পরিস্থিতিও যথেষ্ট থমথমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *