ইসলামাবাদ, ২২ ডিসেম্বর (হি.স.) : ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করায় মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হল এক শিক্ষককে। এই নির্দেশ দিয়েছে পাকিস্তানের একটি আদালত। বিতর্কিত ধর্ম অবমাননা নিরোধ আইনে বিশ্ববিদ্যালয়ের এক লেকচারারকে মৃত্যুদণ্ড দেয় আদালত। শনিবার পাকিস্তানের মুলতানের একটি আদালত জুনাইদ হাফিজ নামের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে।
জুনাইদ হাফিজ মুলতানের বাহাউদ্দিন জাকারিয়া বিশ্ববিদ্যালয়ের লেকচারার। ২০১৩ সালে ফেসবুকে পবিত্র কোরান শরিফ এবং হজরত মহম্মদ-কে নিয়ে কটূক্তি করে পোস্ট দিয়েছিলেন জুনাইদ। ফেসবুকের পাশাপাশি তিনি মৌখিকভাবেও কোরান শরিফ ও হজরত মহম্মদ-কে নিয়ে অবমাননা করে কথা বলেন। ইসলাম অবমাননার পর জুনাইদ হাফিজের বিচারের দাবি জানিয়ে পাকিস্তানে ব্যাপক আন্দোলন হয়। ২০১৪ সালে তাঁর আইনজীবী, পাকিস্তানের বিশিষ্ট মানবাধিকারকর্মী রশিদ রেহমাকে হত্যা করা হয়। এরপর থেকে জুনাইদ হাফিজকে কারাগারে রাখা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে শনিবার তাকে ফাঁসির আদেশ দেয় পাক আদালত।